মোসলেম উদ্দিন খান

বাংলাদেশী রাজনীতিবিদ

মোসলেম উদ্দিন খান যিনি হাবু মিয়া নামে পরিচিত। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য ও সাবেক পাট প্রতিমন্ত্রী[][]

মোসলেম উদ্দিন খান
সাবেক পাট প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
ঢাকা-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
ব্যক্তিগত বিবরণ
জন্মমোছলেমউদ্দিন খান (হাবু মিয়া)
১৯৩০
গড়পাড়া, মানিকগঞ্জ
মৃত্যু২১ নভেম্বর ২০১৩
মডিউল হাসপাতাল, পরীবাগ, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তানএক ছেলে ও তিন মেয়ে
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ডাকনামহাবু মিয়া

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

মোসলেম উদ্দিন খান ১৯৩০ সালে মানিকগঞ্জের গড়পাড়ায় জন্মগ্রহণ করেন।[] তিনি ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও ১৯৫৫ সালে এলএলবি পাস করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

সম্পাদনা

মোসলেম উদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সে সময় তিনি সময় তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫৭ সালে মানিকগঞ্জ বারে আইন পেশায় যোগ দিয়ে ৫০ বছরের বেশি সময় যুক্ত ছিলেন। ১৯৬৫ সালে তৎকালীন প্রাদেশিক পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমএলএ নির্বাচিত হয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করে ১৯৭০ সালে তিনি পুনরায় এমএলএ নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের নির্দেশে ভারতের বিহার রাজ্যে অন্যান্য এমএলএর সঙ্গে এক মাস সামরিক প্রশিক্ষণ নেন। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির ও নির্বাচিত জেলা বারের সভাপতি ছিলেন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণআন্দোলনসহ বাংলাদেশের প্রতিটি আন্দোলনে তার ছিল সক্রিয় অংশগ্রহণ। তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের নির্দেশে ভারতের বিহার রাজ্যে এক মাস সামরিক প্রশিক্ষণ নেন।[][]

১৯৭৩ সালের নির্বাচনে তিনি প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভায় পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।[]

মৃত্যু

সম্পাদনা

মোসলেম উদ্দিন খান ২১ নভেম্বর ২০১৩ সালে ঢাকার পরীবাগের মডিউল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[][]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "শো ক"দৈনিক প্রথম আলো। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের দাফন শনিবার"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "জেলার কীর্তিমান পুরুষ"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "বঙ্গবন্ধুর প্রিয় হাবু মিয়া"দৈনিক সমকাল। ২১ নভেম্বর ২০১৯। ৩০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০ 
  6. "মানিকগঞ্জ-২: লড়াই হবে বিএনপি-জাতীয় পার্টির"RTV Online। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "মোসলেম উদ্দিন খান হাবু মিয়া"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০