মোল্লাপুর ইউনিয়ন
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার একটি ইউনিয়ন
মোল্লাপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম ইউনিয়ন।[১][২][৩]
মোল্লাপুর | |
---|---|
ইউনিয়ন | |
৯নং মোল্লাপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মোল্লাপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৮′১৮.০০০″ উত্তর ৯২°৮′৩৮.০০০″ পূর্ব / ২৪.৮০৫০০০০০° উত্তর ৯২.১৪৩৮৮৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | বিয়ানীবাজার উপজেলা |
আয়তন | |
• মোট | ১,১৪৪ হেক্টর (২,৮২৭ একর) |
জনসংখ্যা | |
• মোট | ১১,৩৬২ |
• জনঘনত্ব | ৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ১৭ ১৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনাবিয়ানীবাজার উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের দুরত্ব -২.০০ কি.মি.। [২][৩]
ইতিহাস
সম্পাদনাগ্রাম সমূহ
সম্পাদনালাসাইতলা, মাটিকাটা, নিদনপুর, জলঢুপ পাতন, পাতন উছপাড়া, লামাপাতন, লাল বাউরবাগ, কটুখালীরপার, পাতন বড়পাড়া, আলীপুর, মোল্লাপুর, আব্দুল্লাপুর, চন্দগ্রাম (একাংশ), আষ্ট্রসাঙ্গন, বারইগ্রাম, বাউরভাগ (একংশ), পাতন, কাছাটুল, জলঢুপ মোল্লাপুর। [২]
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন – ১৮.০০ (বর্গ কিঃ মিঃ)গ)। লোকসংখ্যা – ১৭,২৩০ জনঅন লাইনে জন্ম নিবন্ধন অনুসারে।[২]
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার – ৭২%। [২]
শিক্ষা প্রতিষ্ঠান[২]
- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি
- বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি
- কিন্ডার গার্টেন বিদ্যালয় – ৪ টি
- উচ্চ বিদ্যালয়ঃ ২টি
- মাদ্রাসা- ৩টি
- কওমী ০২ টি
- কারীয়ানা ০১ টি
দর্শনীয় স্থান
সম্পাদনা- মালিক মহল[২], পাতন গোডাউন বাজার (যেখানে প্রাচীন তাঁত শিল্প কারখানা ছিল- বর্তমানে সেটা বিলুপ্ত)।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- এম এ অদুদ রোকন
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোঃ ফখরুদ্দৌলা | ২৫-১২-১৯৭২- ২১-০৩-১৯৭৪ |
০২ | আবু বক্কর (মৃত) | ২১-০৩-১৯৭৪ - ২৪-১২-১৯৭৯ |
০৩ | আবু বক্কর (মৃত) | ২৫-১২-১৯৭৯ - ৬-০৩-১৯৮৪ |
০৪ | মোস্তাকিম আলী | ৭-০৩-১৯৮৪ ২০-০৭-১৯৮৮ |
০৫ | মোস্থাকিম আলী | ২১-০৭-১৯৮৮ - ১৯-০৪-১৯৯২ |
০৬ | মোস্থাকিম আলী | ২০-০৪-১৯৯২ - ৩-০২-১৯৯৮ |
০৭ | আজির উদ্দিন | ৫-০২-১৯৯৮ - ৩১-০৩-২০০৩ |
০৮ | আব্দুল মতলিব | ৩১-০৩-২০০৩ - ১১-০৮-২০১১ |
০৯ | এম এ অদুদ রোকন | ১১/০৮/২০১১ - বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "এক নজরে মোল্লাপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
- ↑ ক খ "বিয়ানীবাজার উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।