মোনালিসা বরুয়া মেহতা

ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়

মোনালিসা বরুয়া মেহতা (ইংরেজি: Monalisa Baruah Mehta) হলেন অসমের একজন টেবিল টেনিস খেলোয়াড়। ১৯৮৭ সালে তিনি অর্জুন পুরস্কার লাভ করেন। অর্জুন পুরস্কারে সম্মানিত মোনালিসা হলেন দ্বিতীয় অসমীয়া ও একমাত্র অসমীয়া মহিলা৷[] তিনি পূর্বের ন্যাশনাল টেবিল টেনিস বিজয়ী কমলেশ মেহতার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন।

মোনালিসা বরুয়া মেহতা
ব্যক্তিগত তথ্য
জন্ম নামমোনালিসা বরুয়া
জাতীয়তাভারত ভারতীয়
দাম্পত্য সঙ্গীকমলেশ মেহতা
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াটেবিল টেনিস

তিনি ১২ বার অসম রাজ্যিক চ্যাম্পিয়ন খেতাব দখল করেছিলেন৷ মোনালিসা ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন৷[]

তিনি গুয়াহাটির সেন্ট মেরীজ কনভেন্ট স্কুল ও কটন কলেজের থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন৷ বর্তমানে তিনি মুম্বাই নিবাসী ও অয়েল ইন্ডিয়াতে কর্মরত একজন কর্মচারী।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Arjuna Awardees"। ২৫ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬ 
  2. TT talent aplenty, no killer instinct
  3. LinkedIn page[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]