মোতাহার হোসেন তালুকদার
মোতাহার হোসেন তালুকদার (১৯২২–২ ডিসেম্বর ২০০১) যিনি মোতাহার মাস্টার নামেও পরিচিত। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রাজনীতিবিদ ছিলেন। ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২১ সালে মরণোত্তর একুশে পদক প্রদান করেন।[১][২]
মোতাহার হোসেন তালুকদার | |
---|---|
জন্ম | ১৯২২ |
মৃত্যু | ২ ডিসেম্বর ২০০১ |
জাতীয়তা | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
মাতৃশিক্ষায়তন | পাবনা এডওয়ার্ড কলেজ রাজশাহী কলেজ |
পরিচিতির কারণ | মুক্তিযোদ্ধা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পুরস্কার | একুশে পদক (২০২১) |
প্রাথমিক জীবন
সম্পাদনামোতাহার হোসেন তালুকদার ১৯২২ সালে সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নাইমুদ্দিন তালুকদার ছিলেন শিক্ষক। পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে রাজশাহী কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেন।[৩]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনামোতাহার হোসেন তালুকদার ১৯৪৯ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত সিরাজগঞ্জের হাজি আহম্মদ আলী হাই স্কুলের বিএসসি শিক্ষক ছিলেন। ১৯৭০ সালে তিনি গণ পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি বাকশাল আমলে সিরাজগঞ্জ জেলার সাবেক গভর্নর ছিলেন।[৪] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়ে ছিলেন।[৫]
গ্রন্থ
সম্পাদনা'আমার রাজনৈতিক জীবনের ৫৫ বছর' শিরোনামে একটি রচনা করেন।[৩]
মৃত্যু
সম্পাদনামোতাহার হোসেন তালুকদার ২ ডিসেম্বর ২০০১ সালে সিরাজগঞ্জে মৃত্যু বরণ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ নিজস্ব প্রতিবেদক (৪ ফেব্রুয়ারি ২০২১)। "একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "২১ সালে একুশে পদক পাচ্ছেন ২১ জন"। দ্য ডেইলি স্টার। ৪ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ ক খ গ মোতাহার হোসেন তালুকদার, সম্পাদনায়ঃ মামুন রশীদ (২০১৬)। আমার রাজনৈতিক জীবনের ৫৫ বছর। ঢাকা, বাংলাদেশ: উত্তরাধিকার ’৭১। পৃষ্ঠা ৮০। আইএসবিএন 9789843415486।
- ↑ "এবার একুশে পদক পাচ্ছেন সিরাজগঞ্জের ৩ কৃতী সন্তান"। জাগো নিউজ। ৭ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "মোতাহার হোসেন তালুকদার, আসন নং: ৬৩, সিরাজগঞ্জ-২"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |