মোজাম্মেল হক (রাজনীতিবিদ)
মোজাম্মেল হক (১৯৫৩-১২ জানুয়ারি ২০২৩) ছিলেন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
মোজাম্মেল হক | |
---|---|
নাটোর-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
পূর্বসূরী | একরামুল আলম |
উত্তরসূরী | আব্দুল কুদ্দুস |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৫৩ গুরুদাসপুর |
মৃত্যু | ১২ জানুয়ারি ২০২৩ গুরুদাসপুর উপজেলা, নাটোর জেলা |
সমাধিস্থল | বনানী কবরস্থান, ঢাকা |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | ৩ ছেলে |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনামোজাম্মেল হক ১৯৫৩ নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে গুরুদাসপুর পাইলট মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পাশ করেন। মস্কোর প্যাট্রিস লুমুম্বা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি ও এলএলএম ডিগ্রি সম্পর্ণ করেন।
বিবাহিত জীবনে তার ৩ ছেলে।
কর্মজীবন
সম্পাদনামোজাম্মেল হক ১৯৮০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টারের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ তেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি দাতা সঙ্গস্থা সাউথ এশিয়া পার্টনারশীপ কানাডার কাট্রি (ফিল্ড) ডিরেক্টর ও ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত নির্বাহী পরিচালক ও ১৯৮৭ থেকে ১৯৮৮ পর্যন্ত কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
১৯৮৬ থেকে ১৯৮৭ পর্যন্ত এবং ১৯৮৮ থেকে ১৯৮৯ পর্যন্ত তিনি এডাবের (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) চেয়ারম্যান ছিলেন।
১৯৮৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক ছিলেন।
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনামোজাম্মেল হক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নাটোর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন।
১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নাটোর-৪ আসন থেকে সাংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।[২][৩]
মৃত্যু
সম্পাদনামোজাম্মেল হক ১২ জানুয়ারি ২০২৩ সালে রাত ১০টায় গুরুদাসপুরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "মোজাম্মেল হক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001Bangladesh Election Information and Statistics"। web.archive.org। ২০০৮-১২-২৯। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।
- ↑ প্রতিনিধি, নাটোর। "নাটোরে সাবেক এমপি মোজাম্মেল হকের মৃত্যু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।