মোজাম্বিকীয় ফুটবল ফেডারেশন
মোজাম্বিকীয় ফুটবল ফেডারেশন (পর্তুগিজ: Federação Moçambicana de Futebol, ইংরেজি: Mozambican Football Federation; এছাড়াও সংক্ষেপে এমএফএফ নামে পরিচিত) হচ্ছে মোজাম্বিকের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৭৮ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মোজাম্বিকের রাজধানী মাপুতুতে অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৭৫[১] |
সদর দপ্তর | মাপুতু, মোজাম্বিক |
ফিফা অধিভুক্তি | ১৯৮০[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৭৮ |
সভাপতি | ফেইজাল সিদাত |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি মোজাম্বিকের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মোসাম্বোলা এবং মোজাম্বিক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মোজাম্বিকীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ফেইজাল সিদাত এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইলারিও মাদেইরা।
কর্মকর্তা
সম্পাদনা- ২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | ফেইজাল সিদাত |
সহ-সভাপতি | জর্জ বাম্বো |
গেরভাইসো দে জেসুস | |
আমির আব্দুল গফুর | |
মার্চিনিয়ো মুচুয়ানা | |
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক | ইলারিও মাদেইরা |
কোষাধ্যক্ষ | সাঈদ মহোমা |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | |
প্রযুক্তিগত পরিচালক | আর্নালদো সালভাদো |
ফুটসাল সমন্বয়কারী | পেদ্রো রোচা |
জাতীয় দলের কোচ (পুরুষ) | লুইস গন্সালভেস |
জাতীয় দলের কোচ (নারী) | ফিলিজার্দা মালাচে |
রেফারি সমন্বয়কারী | ইবু আহমেদ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ মোজাম্বিকীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ মে ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ মোজাম্বিকীয় ফুটবল ফেডারেশন (ইংরেজি)