মোজাফফরুদ্দিন
মোজাফফরুদ্দিন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা এবং পূর্ব পাকিস্তানের প্রাক্তন গভর্নর। [১][২]
মোজাফফরুদ্দিন | |
---|---|
আনুগত্য | পাকিস্তান |
সেবা/ | পাকিস্তান সেনাবাহিনী |
পদমর্যাদা | মেজর জেনারেল |
কর্মজীবন
সম্পাদনা২৬ মার্চ ১৯৬৯ সালে জেনারেল ইয়াহিয়া খান সামরিক আইন ঘোষণা করেন এবং মোজাফফরুদ্দিনকে পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে নিয়োগ করেন। মোজাফফরুদ্দিন তৎকালীন পূর্ব পাকিস্তানের ১৪ তম পদাতিক বিভাগের জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন। তিনি ২৫ মার্চ ১৯৬৯ সাল থেকে ২৩ আগস্ট ১৯৬৯ পূর্ব পাকিস্তানের ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন। পরবর্তীতে তাকে পশ্চিম পাকিস্তানের কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়। [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ আবু জাফর (২০১২)। "মুজাফফরউদ্দীন, মেজর জেনারেল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Gates, Professor Scott; Roy, Dr Kaushik। Unconventional Warfare in South Asia: Shadow Warriors and Counterinsurgency (ইংরেজি ভাষায়)। Ashgate Publishing, Ltd.। পৃষ্ঠা 114। আইএসবিএন 9781409437062। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৬।