মোগলগাঁও ইউনিয়ন
মোগলগাঁও ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।[১]
মোগলগাঁও | |
---|---|
ইউনিয়ন | |
৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মোগলগাঁও ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৬′৮.০০২″ উত্তর ৯১°৪৫′২৭.০০০″ পূর্ব / ২৪.৯৩৫৫৫৬১১° উত্তর ৯১.৭৫৭৫০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | সিলেট সদর উপজেলা |
মোগল গাও | আনুমানিক ১৫০০ সন |
শহরতলি | সিলেট ১ আসন |
সরকার | |
• চেয়ারম্যান হিরন মিয়া | আব্দুল হামিদ চুনু মিয়া (আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ৩,০৬৩ হেক্টর (৭,৫৬৮ একর) |
জনসংখ্যা (২০১৯) | |
• মোট | ৪ হাজারের আশেপাশে |
• ক্রম | ৫৫% |
১০০% | |
সাক্ষরতার হার | |
• মোট | ৯৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৬২ ৫৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাসিলেট সদর উপজেলা ৭ নং মোগল গাঁউ ইউনিয়ন এই ইউনিয়নের উত্তরে জালালাবাদ ইউনিয়ন, পূর্বে কান্দিগাঁউ ইউনিয়ন, দক্ষিণ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন এবং পশ্চিমে ছাতক উপজেলা'র সৈদের গাঁউ ইউনিয়ন,
ইতিহাস
সম্পাদনা== প্রশাসনিক এলাকা == মোগলগাঁও ইউনিয়নের গ্রামের সমূহের নাম ও তালিকায়
- লালখা
- মাধবপুর
- রামকৃষ্ণপুর
- ইলামেরগাঁও
- মৌলভীরগাঁও
- কেমিদপুর
- মোবারকপুর
- নোয়াগাঁও
- আমানতপুর
- টুকেরগাঁও
- সৈয়দপুর
- পীরেরগাঁও
- আকিলপুর
- ফুলকুচি
- ফতেহপুর
- মীরেরগাঁও
- খালপাড়
- লামাগাঁও
- তালুকদারপাড়
- লালারগাঁও
- চৌধুরীগাঁও
- ধুমখাল
- চাঁনপুর
- মোল্লারগাঁও
- খিত্তারগাঁও
- বাকলিয়া
- হাউসা
- শেখেরগাঁও
- যোগীরগাঁও
- জাঙ্গাইল
- খাশরগাঁও
- খশরপুর
- গালমশাহ
- বানাগাঁও
- কাজিরগাঁও
- ভগতীপুর
- সতর
- মোগলগাঁও লামাপাড়া
- মোগলগাঁও পূর্বপাড়া
- মোগলগাঁও পশ্চিমপাড়া
- মোগলগাঁও দক্ষিণপাড়া
== আয়তন ও জনসংখ্যা == সিলেট সদর উপজেলার মধ্যে সবচেয়ে বড় গ্রাম
== শিক্ষা == সবাই শিক্ষিত
==== শিক্ষার হার ====৯২%
==== শিক্ষা প্রতিষ্ঠান ==== প্রাথমিক বিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসা,সরকারি হাই স্কুল,দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা ও প্রাইভেট হাইস্কুল এবং রয়েছে কিন্ডারগার্টেন ও।
== দর্শনীয় স্থান ==মোগল গাও নতুন বাজার চিরাখাই বিল, ঈদগাহ, সুরমা নদী,এবং জিলকার হাওর নামে একটি হাওর আছে যেটা প্রায় ইউনিয়ন কে ঘিরে রেখেছে এবং মোল্লার গাও এ একজন,এবং হাউশা আশু শাহ নামের একজন প্রখ্যাত ওলির মাজার রয়েছে। এছাড়াও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে।
== উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ==মরহুম সরকুম আলি চেয়ারম্যান, মনু মেম্বার টুনু চেয়ারম্যান, বাদশা মেম্বার, কালা মিয়া, ইউনুছ আলী,নুর, ফজর আলি, নুর উদ্দিন মাওলানা, মাসুক মিয়া চান মিয়া, হাজী সুরুজ মিয়া, মরহুম আমির সাহেব,
== জনপ্রতিনিধি == টুনু মিয়া
==== বর্তমান চেয়ারম্যান ====হিরন মিয়া
==== চেয়ারম্যানগণের তালিকা ====সরকুম আলি আব্দুলাহ,নুরুল হুদা টুনু মিয়া হিরন মিয়া জমসেদ আলি
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মোগলগাঁও ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |