মোঃ জসিম উদ্দিন (কূটনীতিক)
(মোঃ জসীম উদ্দিন থেকে পুনর্নির্দেশিত)
মোঃ জসিম উদ্দিন একজন বাংলাদেশী কূটনীতিক এবং বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিব। এর আগে তিনি চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। [১] এর আগে তিনি কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। [২] তিনি মাল্টা এবং আলবেনিয়ার সমসাময়িক স্বীকৃতি সহ গ্রীসে রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছেন। [৩]
কর্মজীবন
সম্পাদনাজসিম উদ্দিন ১৯৯৪ সালে ১৩তম ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিসের ফরেন সার্ভিস ক্যাডারে যোগদান করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) এবং মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) হিসেবে দায়িত্ব পালন করেন। [৪] এছাড়াও তিনি বিভিন্ন বাংলাদেশ মিশনে যেমন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। [৫]
২০২৪ সালের সেপ্টেম্বরে, তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৭তম সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। [৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Jashim appointed Bangladesh envoy to China"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-০৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৫।
- ↑ Sun, Daily (মার্চ ২০২০)। "Jashim new ambassador to Qatar, Ashud to Greece"। daily-sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৫।
- ↑ "Jashim Uddin appointed new ambassador to Greece"।
- ↑ "H.E. Mr. Md. Jashim Uddin, ndc – Ambassador"। beijing.mofa.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৫।
- ↑ "Govt. appoints Jashim Uddin as Ambassador to China | News"। BSS। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৫।
- ↑ "Jashim Uddin going to become new foreign secretary - - observerbd.com"। The Daily Observer। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।