মৈত্রক সেন রাজবংশ ৪৭০খ্রিঃ থেকে ৭৭৬খ্রিঃ পর্যন্ত পশ্চিম ভারতের প্রাচীন বল্লভীনগরে (অধুনা ভারতের গুজরাত) শাসন করতেন। তাদের ধর্মপালন ছিল মিশ্র তারা একাধারে ভারতীয় শৈব এবং গ্রিক মিথ্রাইজম পালন করতেন।আধুনিক ইতিহাসবিদরা তাদের রাজন্যব্রাহ্মণ বা ব্রহ্মক্ষত্রিয় বলে উল্লেখ করেন।[] []

মৈত্রক সেন রাজবংশ

রাজার তালিকা

সম্পাদনা
 
তাম্রশাসনেপ্রাপ্ত মৈত্রক সেন রাজাসমূহের তালিকা
  • ভট্টারক সেন (c. ৪৭০-c. ৪৯২)
  • ধরা সেন I (c. ৪৯৩-c. ৪৯৯)
  • দ্রোণা সেন (উপাধিঃ মহারাজা) (c. ৫০০-c. ৫২০)
  • ধ্রুব সেন I (৫২০- ৫৫০ খ্রিস্টাব্দ)
  • ধরাপত্ত সেন (৫৫০-৫৫৬খ্রিস্টাব্দ)
  • গ্রহ সেন (৫৫৬-৫৭০খ্রিস্টাব্দ)
  • ধরা সেন II (৫৭০-৫৯৫খ্রিস্টাব্দ)
  • শীলাদিত্য সেন I (ধর্মাদিত্য)(৫৯৫-৬১৫খ্রিস্টাব্দ)
  • খরগ্রহসেন I (৬১৫-৬২৬খ্রিস্টাব্দ)
  • ধরা সেন III (৬২৬-৬৪০খ্রিস্টাব্দ)
  • ধ্রুব সেন II (বালাদিত্য) (৬৪০-৬৪৪খ্রিস্টাব্দ)
  • চক্রবর্তী রাজা ধরা সেন IV (উপাধিসমূহঃপরমভট্টারক, মহারাজাধিরাজ, পরমেশ্বর) (৬৪৪-৬৫১খ্রিস্টাব্দ)
  • ধ্রুব সেন III (৬৫১-৬৫৫খ্রিস্টাব্দ)
  • খরগ্রহ সেন II (৬৫৫-৬৫৮খ্রিস্টাব্দ)
  • শীলাদিত্য সেন II (৬৫৮-৬৮৫খ্রিস্টাব্দ)
  • শীলাদিত্য সেন III (৬৯০-৭১০খ্রিস্টাব্দ)
  • শীলাদিত্য সেন IV (৭১০-৭৪০খ্রিস্টাব্দ)
  • শীলাদিত্য সেন V (৭৪০-৭৬২খ্রিস্টাব্দ)
  • শীলাদিত্য সেন VI (ধ্রুভট্ট)(৭৬২-৭৭৬খ্রিস্টাব্দ)

তথ্যসূত্র

সম্পাদনা