মেহেরপাড়া ইউনিয়ন
মেহের পাড়া ইউনিয়ন বাংলাদেশের নরসিংদী জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
মেহের পাড়া | |
---|---|
ইউনিয়ন | |
মেহের পাড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মেহেরপাড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৫′৮″ উত্তর ৯০°৪৩′২০″ পূর্ব / ২৩.৯১৮৮৯° উত্তর ৯০.৭২২২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নরসিংদী জেলা |
উপজেলা | নরসিংদী সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | অমিত আজহার প্রান্ত (বাংলাদেশ আওয়ামী লীগ) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৩,৭০০ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৬০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনামেহেড়পাড়া ইউনিয়নএর উত্তরে পাঁচদোনা ইউনিয়ন, দক্ষিনে মাধবদী পৌরসভা,
পূর্বে ব্রহ্মপুত্র নদ
এবং পশ্চিমে আমদিয়া ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
সম্পাদনামেহেরপাড়া ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্য
নরসিংদী জেলা ঐতিহ্যবাহী নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এটি ১৯৫০ সালে প্রতিষ্ঠত হয়্ প্রাচ্যের ম্যাচেষ্টার খ্যাত সেকেরচর (বাবুরহাট) এর অদূরে অবস্থিত। এর আয়তন ৪.৪ বর্গ কিঃমিঃ। এই ইউনিয়নে ভাই গিরিশ চন্দ্র সেনের জন্মভূমি। এছাড়া অনেক কৃর্তি মাননষের জন্ম স্থান।এখানে ড্রীম হলিডে পার্ক রয়েছে। মেহেরপাড়া ইউনিয়নের পাঁচদোনায় ১৯৭১ সালে মুক্তিযোদ্ধ সংগঠিত হয়্। এখানে মুক্তিযোদ্ধা চত্বর ও বধ্যভূমি রয়েছে।
প্রশাসনিক এলাকা
সম্পাদনামেহের পাড়া ইউনিয়নটি ৯টি ওয়ার্ডে বিভক্ত। ৯টি ওয়ার্ডে মোট ৩১টি গ্রাম রয়েছে।
ওর্য়াড নং | গ্রামের নাম | লোকসংখ্যা |
১ | ভগিরথপুর | ৯,৭০৪ |
২ | দিঘীরপাড়, নিসুন্দরীয়া, ধুন্দুলপাড়া | ৬,১৪১ |
৩ | ডোয়াই চৈতাব, পাথরপাড়া, খালপাড় | ১,৯২২ |
৪ | পৌলানপুর | ২,৮৫১ |
কুঁড়েরপাড় | ২,০৭৭ | |
উত্তর সরুপাব | ১,৬১৭ | |
৫ | চৈতাব | ৬৮৫ |
স্বর্পনিগৈর | ১,৯৯০ | |
রঘুনাথপুর | ৫৭৪ | |
কবিরাজপুর | ১,৫০৫ | |
৬ | শ্রীনগর | ৯৭৭ |
পাঁচভাগ | ১,১১১ | |
পাথরপাড়া | ১,১৬৮ | |
সৈকাদী | ৪৪৭ | |
৭ | দক্ষিন চৌয়া, চৌয়া বড়টেক | ৩,৮৭১ |
৮ | মেহেরপাড়া | ১,২১৫ |
উত্তর চৌয়া | ২,২৮৮ | |
৯ | দক্ষিন বুড়াইর হাট | ৩৯১ |
মাটিয়া | ২২৩ | |
রুপাব | ৪৩৮ | |
উত্তর বুড়াইর হাট | ২৬১ | |
নাগরারহাট | ৪০৫ | |
চরদাউদপুর | ৫০৩ | |
গোয়ালনগর | ২৩৭ | |
দক্ষিণ চন্দন | ২৫৮ | |
শ্রীচন্ডী | ৮৪১ |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাশিক্ষা
সম্পাদনাশিক্ষার হার
শিক্ষাপ্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান অমিত আজহার প্রান্ত
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মেহের পাড়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "নরসিংদী সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ১ ফেব্রুয়ারি ২০১৫। ২০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |