মেহরি বা মাহরি হচ্ছে আধুনিক দক্ষিণ আরবীয় ভাষার একটি সদস্য, যা আফ্রো-এশিয়াটিক পরিবারের সেমিটিক শাখার একটি উপগোষ্ঠী। ইয়েমেনের পূর্ব অংশ এবং পশ্চিম ওমানের বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে বসবাসরত, বিশেষ করে আল মাহরাহ গভর্নোরেট এর মেহরি উপজাতিরা এই ভাষায় কথা বলে। 

মেহরি
উচ্চারণ[mɛhri]
দেশোদ্ভবইয়েমেন, ওমান
জাতিমেহরি জনগণ
মাতৃভাষী
(২০০০-২০১১ অনুযায়ী সিএ. ১,২০,০০০)ই১৮
আফ্রো-এশিয়াটিক
  • সেমিটিক
    • দক্ষিণ সেমিটিক
      • আধুনিক দক্ষিণ আরব
        • মেহরি
আরবী বর্ণমালা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩জিডিকিউ

সপ্তম শতাব্দীতে ইসলামের সাথে আরবি ছড়িয়ে পড়ার পূর্বে দক্ষিণ আরব উপদ্বীপে মেহরি এবং আধুনিক দক্ষিণ আরবীয় ভাষা সমূহের প্রচলন ছিল। এখনো কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মেহরি বাসিন্দারা এবং দক্ষিণ আরব থেকে কাতারে আগত কর্মীরা মেহরি ভাষায় কথা বলে।

গত ১৪০০ বছর ধরে এ অঞ্চলে আরবি ভাষার আধিপত্য এবং মেহরি ভাষাভাষিদের আরবির সঙ্গে দ্বিভাষিকতার ফলে মেহরি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এটি প্রাথমিকভাবে একটি কথ্য ভাষা, যা স্থানীয় সাহিত্যে খুব সামান্য পরিমাণে বিদ্যমান রয়েছে। স্থানীয় ভাষাভাষীদের মধ্যে এর লিখিত আকারে প্রায় কোন দলিলই নেই।

উপভাষা

সম্পাদনা

ধ্বনিতত্ত্ব

সম্পাদনা

ব্যঞ্জনবর্ণ তালিকা নিম্নরূপ:

Labial Coronal Dorsal Radical Glottal
laminal lateral sibilant palatal
Nasal m n
Occlusive voiced b~pʼ d~tʼ (dʒ~tʃʼ) ɡ
emphatic tˁ~tʼ
voiceless ʔ
Continuant voiced ð l z ʁ~q ʕ
emphatic θ̬ˁ~θʼ ɬ̬ˁ~ɬ̠ʼ s̬ˁ~sʼ ʃ̬ˁ~ʃʼ
voiceless f θ ɬ̠ s ʃ χ ħ h
Rhotic r~ɾ
Semivowel w j

অঙ্গসংস্থানবিদ্যা

সম্পাদনা

নিম্নলিখিত মেহরি ভাষার সর্বনাম সমূহ:

স্বতন্ত্র স্বতন্ত্র সম্বন্ধসূচক প্রত্যয়
১ম sg. "আমি" hōh
দ্বিতীয় sg. পুরুষবাচক "তুমি" hēt -(a)k
দ্বিতীয় sg. স্ত্রীবাচক "তুমি" hīt -(a)š
তৃতীয় sg. পুরুষবাচক "সে" hēh -(a)h
তৃতীয় sg. স্ত্রীবাচক. "সে" sēh -(a)s
১ম du. "the two of us" kīh -kī
দ্বিতীয় du. "you two" tīh -kī
তৃতীয় du. "both of them" hīh -hī
১ম বহুবচন "আমরা" nḥah -(a)n
দ্বিতীয় বহুবচন পুরুষবাচক "তোমরা" tām -kam
দ্বিতীয় বহুবচন স্ত্রীবাচক "তোমরা" tān -kan
তৃতীয় বহুবচন পুরুষবাচক "তারা" hām -ham
তৃতীয় বহুবচন স্ত্রীবাচক "তারা" sān -san

স্বতন্ত্র সর্বনামগুলি জেনেটিক এক্সপোনেন্ট (ð-) এর পরে বসেও সম্বন্ধসূচক সর্বনামে ("mine" ইত্যাদি) রূপান্তর করতে পারে।[]

আরও দেখুন

সম্পাদনা
  • সোকোট্রি ভাষা
  • শেহরি ভাষা
  1. Rubin 2010, 33.

Rubin, Aaron. 2010. The Mehri Language of Oman. Leiden: Brill.