মেহবুবা মুফতি

ভারতীয় রাজনীতিজ্ঞ ও কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী
(মেহবূবা মুফতি থেকে পুনর্নির্দেশিত)

মেহবুবা মুফতি সাঈদ (জন্মঃ ২২ মে ১৯৫৯) হলেন ভারতের নিয়ন্ত্রণাধীন প্রাক্তন জম্মু ও কাশ্মীরের রাজনীতিবিদ। তিনি প্রথম নারী হিসেবে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।[] হলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মদ সাঈদের মেয়ে ও প্রাক্তন সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালে প্রথমবার কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন ও বিধানসভার সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তার পিতা ১৯৯৯ সালে জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি গঠন করলে তিনিও সেই দলে যোগ দেন।

মেহবুবা মুফতি
محبوبہ مُفتی
অনন্তনাগ
থেকে সংসদ সদস্য (ভারত)
কাজের মেয়াদ
১৬ মে ২০১৪ – ২০১৬
পূর্বসূরীমির্জা মেহবুব বেগ
কাজের মেয়াদ
১৬ মে ২০০৪ – ১৬ মে ২০০৯
পূর্বসূরীমির্জা মেহবুব বেগ
উত্তরসূরীআলি মুহাম্মদ নাইক
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-05-22) ২২ মে ১৯৫৯ (বয়স ৬৫)
বিজবেহরা, জম্মু ও কাশ্মীর, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি
সন্তানইলতিজা
ইরতিকা
পিতামাতামু্ফতি মুহাম্মদ সাঈদ
গুলশান আরা
আত্মীয়স্বজনতাসদুক মুফতি (ভাই)
রুবিয়া সাঈদ (বোন)
বাসস্থানসোনওয়ার, শ্রীনগর
প্রাক্তন শিক্ষার্থীকাশ্মীর বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতি
ওয়েবসাইটwww.jkpdp.org

জন্ম ও পারিবারিক পরিচিতি

সম্পাদনা

মেহবূবা মুফতি ১৯৫৯ সালের ২২ মে কাশ্মীরের অনন্তনাগ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মু্ফতি মুহাম্মদ সাঈদ ও মাতা গুলশান আরা। [] তারা তিন ভাই বোন। তার ভাই তাসদুক মুফতি হলিউডের একজন প্রথ্যাত সিনেমাটোগ্রাফার এবং বোন রুবিয়া সাঈদ তিনি একজন চিকিৎসক।

শিক্ষাজীবন

সম্পাদনা

মেহবূবা মুফতি স্থানীয় বিদ্যালয়ে পড়াশুনা শেষ করে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশুনা করেন। [][]

ব্যক্তি-জীবন

সম্পাদনা

মেহবূবা মুফতির স্বামীর নাম জাবেদ ইকবাল শাহ, যিনি নিজে ন্যাশনাল কনফারেন্স দলের একজন প্রখ্যাত নেতা।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা