মেরু ভালুক

ভাল্লুকের প্রজাতি

মেরু ভালুক বা ধলা ভালুক (বৈজ্ঞানিক নাম Ursus maritimus) হলো এক প্রজাতির ভালুক। এটি পৃথিবীর বৃহত্তম শ্বাপদ। এরা মাংসাশী প্রাণী। একটি পুরুষ মেরু ভালুকের ওজন ৪০০-৬৮০ কেজি পর্যন্ত হতে পারে, অন্যদিকে একটি মাদী মেরু ভালুকের ওজন হয় একটি পুরুষ মেরু ভালুকের প্রায় অর্ধেক। উত্তর মেরুর বিভিন্ন জায়গায় এই ভালুক পাওয়া যায়। এই ভালুক সাদা রঙের হয়। বিশ্ব উষ্ণায়নের কারণে এই ভালুক বিপন্ন।

মেরু ভালুক
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
বর্গ: মাংশাশী
পরিবার: Ursidae
গণ: Ursus
প্রজাতি: U. maritimus
দ্বিপদী নাম
Ursus maritimus
Phipps, 1774[]
Polar bear range
প্রতিশব্দ

Ursus eogroenlandicus
Ursus groenlandicus
Ursus jenaensis
Ursus labradorensis
Ursus marinus
Ursus polaris
Ursus spitzbergensis
Ursus ungavensis
Thalarctos maritimus

বিভিন্ন জলচর ও স্থলজ প্রাণী, যেমন, বিভিন্ন প্রজাতির শীল এদের খাদ্য। এছাড়াও মৃত তিমি সহ হরেক রকম মাংসাদি এরা খায়। এরা অন্যান্য ভালুক দের মত আধা নিরামিষাশী নয়। এরা পুরোপুরি ভাবে মাংসাশী। অর্থাৎ মাংসাদি বস্তুই এর খাবার। এদের প্রিয় খাদ্যের তালিকায় রয়েছে সিল, সি লায়ন, পাখি (ইগল,বাস)

বাসস্থান

সম্পাদনা

উত্তর মেরুতে এদের দেখা মেলে। উত্তর মেরুর Arctic Circle এ এদের মূলত দেখা যায়। এরা এ অঞ্চল এর হীমশীতল পরিবেশে বাঁচার জন্য একদম উপোযোগি।

অভিযোজন

সম্পাদনা

এদের চামড়া পুরু। এদের লোম সাদা। এদের চামড়ার নিচে পুরু চর্বিস্তর থাকে।

চিত্রশালা

সম্পাদনা

== মেরু ভাল্লুকের লোমের ধরন == এদের লোম সাদা মোটা এবং খুবই ঘন হয়ে থাকে। এই লোমই তাদের প্রচন্ড শীত অথবা ঠান্ডা থেকে বাঁচায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Phipps, pg. 185

বহিঃসংযোগ

সম্পাদনা