মেরুস্থ হিমছত্র হলো কোনো একটি গ্রহ, বামন গ্রহ, অথবা প্রাকৃতিক উপগ্রহের উচ্চ-অক্ষাংশ অঞ্চল, যা বরফ দিয়ে আবৃত থাকে।[]

হাবল টেলিস্কোপ দ্বারা পর্যক্ষেণকৃত মঙ্গল গ্রহের মেরুস্থ হিমছত্র

এক্ষেত্রে মেরুস্থ হিমছত্র হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বরফের আকার কিংবা গঠন নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, পাশাপাশি এর ভৌগোলিক অবস্থানের ব্যাপারেও কোনো বিশেষ শর্ত নেই, তবে মেরুস্থ হিমছত্রকে অবশ্যই মেরু অঞ্চলে অবস্থিত কঠিন পদার্থের বস্তু হতে হবে।

গ্রহভেদে মেরুস্থ হিমছত্রের বরফের গঠনে পার্থক্য চোখে পড়ে। যেমন: পৃথিবীর মেরুস্থ হিমছত্রের বরফ পানি দিয়ে গঠিত, কিন্তু মঙ্গল গ্রহের মেরুস্থ হিমছত্র শুষ্ক বরফ ও পানির মিশ্রণ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. The National Snow and Ice Data Center Glossary পর্তুগীজ ওয়েব আর্কাইভে আর্কাইভকৃত ১০ জুলাই ২০০৯ তারিখে