মেরি আরেনা

বেলজীয় রাজনীতিবিদ

মেরি আরেনা (জন্ম ১৭ ডিসেম্বর ১৯৬৬) হচ্ছেন একজন বেলজিয়ান রাজনীতিবিদ এবং বেলজিয়াম ইউরোপীয় সংসদ সদস্য (এমইপি) সদস্য। তিনি ইউরোপীয় সমাজতান্ত্রিক পার্টির সদস্য।

মেরি এরিনা
ইউরোপীয় সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ জুলাই ২০২৪
নির্বাচনী এলাকাবেলজিয়াম
ফরাসি সম্প্রদায়ের মন্ত্রী-সভাপতি
কাজের মেয়াদ
১৯ জুলাই ২০০৪ – ২০ মার্চ ২০০৮
পূর্বসূরীহার্ভ হ্যাশুইন
উত্তরসূরীরুডি ডেমোট
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1966-12-17) ১৭ ডিসেম্বর ১৯৬৬ (বয়স ৫৮)
মোনস, বেলজিয়াম
রাজনৈতিক দল Belgian
Socialist Party
 EU
ইউরোপীয় সমাজতন্ত্রের পার্টি

জাতীয় রাজনীতিতে কর্মজীবন

সম্পাদনা

২০০০-২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক ও ফেডারেল সরকারগুলোয় এরিনা কয়েকটি মন্ত্রিসভায় কাজ করেন। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ বিষয়ক ওয়ালুন মন্ত্রী হিসেবে। তিনি তারপর জুলাই ২০০৩ থেকে ২০ জুলাই ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী গাই ভেরোফাস্ট্ড্টের দ্বিতীয় সরকারের সিভিল সার্ভিস, সামাজিক ইন্টিগ্রেশন, শহর এবং সমান সুযোগের ফেডারেল মন্ত্রী ছিলেন। তিনি জুলাই ২০০৪ থেকে মার্চ ২০০৮ সাল পর্যন্ত বেলজিয়ামের ফরাসি কমিউনিটির মন্ত্রী-সভাপতি ছিলেন। তিনি তারপর লেটমেই সরকার-এর সামাজিক ইন্ট্রিগেশন, পেনশন এবং বড় শহরগুলির ফেডারেল মন্ত্রী হিসেবে ২০ মার্চ ২০০৮-এ দায়িত্ব গ্রহণ করেন।[] ১৭ জুলাই ২০০৯ পর্যন্ত তিনি ওই অফিসে ছিলেন।

ইউরোপীয় সংসদ সদস্য

সম্পাদনা

২০১৪ সালের ইউরোপীয় নির্বাচনের পর থেকে এরিনা ইউরোপীয় সংসদ সদস্য। সংসদে তিনি আন্তর্জাতিক বাণিজ্য কমিটি (আইএনটিএ) কমিটি, নারী অধিকার ও জেন্ডার ইক্যালটি কমিটিতে (ফেমেম) রয়েছেন, এসিপি-ইইউ যুগ্ম সংসদীয় অধিবেশনের প্রতিনিধিদল এবং ভূমধ্যসাগরীয় ইউনিয়নের সংসদীয় অধিবেশনে প্রতিনিধিদলের সদস্য তিনি। তার কমিটির অবস্থানের পাশাপাশি, তিনি এলজিবিটি অধিকারগুলিতে ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারগ্রুপ এবং শিশু অধিকার সম্পর্কিত ইউরোপীয় সংসদ ইন্টারগ্রুপের সদস্য।[][]

সম্মাননা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "20 March 2008 – Royal Orders. Government – Dismissals – Appointments" (পিডিএফ) (Dutch and French ভাষায়)। The Belgian Official Journal। ২১ মার্চ ২০০৮। পৃষ্ঠা 3–4। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-৩০ 
  2. [১]
  3. Members ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ মার্চ ২০১৯ তারিখে European Parliament Intergroup on LGBTI Rights.
  4. Belgian Senate, Biography

বহিঃসংযোগ

সম্পাদনা
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
হার্ভ হ্যাশুইন
ফরাসি সম্প্রদায়ের মন্ত্রী-সভাপতি
২০০৪–২০০৮
উত্তরসূরী
রুডি ডেমোট