মেরা পিঠা
মেরা (বিকল্প বানানে ম্যারা) বা দৌল্লা হলো একধরনের শীতকালীন পিঠা যা বাংলাদেশে বিশেষ করে সিলেট ও বৃহত্তর ময়মনসিংহ এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বেশ জনপ্রিয়। এটি ময়দা বা চালের গুঁড়ো, লবণ, চিনি, নারকেল ইত্যাদি দিয়ে তৈরী করা হয়ে থাকে।[১][২][৩] কোন কোন অঞ্চলে এটিকে গোটা পিঠা বা ভাপা ছান্নাই নামেও ডাকা হয়।[৪]
ধরন | পিঠা |
---|---|
উৎপত্তিস্থল | বাংলাদেশ |
অঞ্চল বা রাজ্য | বৃহত্তর ময়মনসিংহ |
প্রধান উপকরণ | ময়দা, চালের গুড়ো, চিনি, নারিকেল |
ভিন্নতা | মিষ্টি মেরা বা দৌল্লা, সাদা মেরা বা ম্যারা |
প্রস্তুত-প্রণালি
সম্পাদনা- মাটির তৈরি বা অনুরূপ একটি হাঁড়িতে পরিমাণমতো পানি দিয়ে জ্বাল দিয়ে এতে নারকেল ও গুড় দিতে হবে। তবে নোনতা ম্যারা বানাতে চাইলে গুড় দেওয়া যাবে না, এমনকি নারকেল না দিলেও চলবে।[৫] তবে লবণ বাধ্যতামূলক।
- পানি ফুটে উঠলে তাতে চালের গুঁড়া দিয়ে শক্ত কাই করে ভালো করে মেখে নিতে হবে।
- এবার ঐ কাই থেকে অল্প করে নিয়ে দুই হাতের তালুতে পিঠা তৈরি করতে হবে।
- সবগুলো হয়ে গেলে বাঁশ বা প্লাস্টিকের চালনিতে রাখতে হবে।
- এবার অন্য হাঁড়িতে পানি ফুটিয়ে তার ওপর চালনি রেখে ঢেকে ১৫-২০মিনিট জ্বাল দেওয়ার পর নামিয়ে ফেলতে হবে।[১][২][৩][৬]
অঞ্চলভেদে ম্যারা বা দৌল্লা পিঠা তৈরি ও পরিবেশনে কিছুটা ভিন্নতা থাকতে পারে।[৪]
পরিবেশন
সম্পাদনানোনতা মেরা বা ম্যারা পিঠা সাধারণত শুঁটকি ভর্তা, গুড় বা মাংস দিয়ে পরিবেশন করা হয়।[৭] অনেক সময় কড়াইয়ে তেলে বা তেলছাড়া ভেজে কিংবা আগুনে পুড়িয়ে খাওয়া হয়। মিষ্টি মেরা বা দৌল্লা পিঠা পরিবেশন করতে তেমন কিছু যুক্ত করতে হয় না।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ December 24, নিজস্ব প্রতিবেদক; PM, 2018 at 3:43। "গরম গরম পিঠা"। www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "কুড়মুড়ে ম্যারা পিঠা!"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "শীতের পিঠা : ম্যারা"। Odhikar। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
- ↑ ক খ "Tasnuva lslam Tithi দ্বারা ম্যারা পিঠা রেসিপি"। কুকপ্যাড। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
- ↑ "নোনতা স্বাদের মেরা পিঠা তৈরির রেসিপি"। https://wwww.jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "দোল্লা পিঠা"। Women's Corner (ইংরেজি ভাষায়)। 1580763489। সংগ্রহের তারিখ 2021-02-14। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ ম্যারা পিঠা, Mera Pitha (ইংরেজি ভাষায়)।
বাংলাদেশী রন্ধনশৈলী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |