মেভলানা মসজিদ
নেদারল্যান্ডসের মাসজিদ
মেভলানা মসজিদ (ওলন্দাজ: Mevlanamoskee; তুর্কি: Mevlana Camii) নেদারল্যান্ডসের রটার্ডামের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি মসজিদ, যেখানে মূলত তুর্কি-ওলন্দাজ মুসলমানরা উপাসনা করে থাকে। রুমির নামানুসারে মসজিদটি ২০০১ সালে নির্মাণ করা হয়েছিল এবং দুটি মিনার উক্ত সময়ে তৈরি করা হয়েছিল।[১] ২০০৬ সালে এই মসজিদটিকে রটার্ডামের সবচেয়ে আকর্ষণীয় ভবন হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছিল।[২]
মেভলানা মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | নেদারল্যান্ডস |
স্থানাঙ্ক | ৫১°৫৫′১৬″ উত্তর ৪°২৬′৩০″ পূর্ব / ৫১.৯২১২° উত্তর ৪.৪৪১৬° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ওসমানীয় / তুর্কি স্থাপত্য |
সম্পূর্ণ হয় | ২০০১ |
বিনির্দেশ | |
মিনার | ২ |
মিনারের উচ্চতা | ৩৩.৮ মিটার |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- সরকারী ওয়েবসাইট (ওলন্দাজ)