মৃতের মর্ত্যে আগমন
পশুপতি চট্টোপাধ্যায় পরিচালিত ১৯৫৯-এর চলচ্চিত্র
মৃতের মর্ত্যে আগম ১৯৫৯ সালের একটি বাংলা কল্পকাহিনী হাস্যরসাত্মক চলচ্চিত্র। মিরাকল (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের ব্যানারে পরিচালনা করেছেন পশুপতি চট্টোপাধ্যায়।[১][২] প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায়, বাসবী নন্দী, ছবি বিশ্বাস এবং তুলসী চক্রবর্তী। শ্রীকৃষ্ণ ফিল্মস পরিবেশনায় ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৩]
মৃতের মর্ত্যে আগমন | |
---|---|
পরিচালক | পশুপতি চট্টোপাধ্যায় |
কাহিনিকার | গৌর শী |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | সুবোধ বন্দ্যোপাধ্যায় |
সম্পাদক | রবীন দাস |
প্রযোজনা কোম্পানি | মিরাকল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড |
পরিবেশক | শ্রীকৃষ্ণ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনানরকে যাওয়ার পরে বিশ্বনাথ দেখেন তিনি সেখানে অনেক লোকের পরিচিত ছিলেন। তারা নরক থেকে পালাতে যমরাজের বিপক্ষে দল গঠন করার পরিকল্পনা করে। অবশেষে তারা নরক থেকে পালিয়ে যায় এবং পৃথিবীতে ফিরে আসে। তারা আবিষ্কার করেছেন যে সমস্ত কিছু পরিবর্তিত হয়েছে, তাদের সম্পর্ক, প্রেম, ভালবাসা তাদের অনুপস্থিতিতে অপ্রাসঙ্গিক ছিল। এই তিক্ত অভিজ্ঞতা তাদেরকে নরকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
অভিনয়শিল্পী
সম্পাদনা- ভানু বন্দ্যোপাধ্যায় - বিশ্বনাথ
- বাসবী নন্দী
- ছবি বিশ্বাস
- তুলসী চক্রবর্তী
- তুলসী লাহিড়ী
- জহর গাঙ্গুলি
- জহর রায়
- আমার মল্লিক
- তপতী ঘোষ
- নীতীশ মুখোপাধ্যায়
- হারাধন বন্দ্যোপাধ্যায়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mriter Martye Agaman"। Gomolo। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯।
- ↑ "MRITER MARTYE AGAMAN"। citwf.com। ৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- ↑ "Bilingual E-archive Digital Platform for Bengal's Cinema"। Bengal Film Archive। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৭।