মূত্রাশয়ের ত্রিকোণ

মূত্রাশয়ের ত্রিকোণ (ইংরেজিতে: Trigone of urinary bladder),[] দুটি ইউরেটারীয় রন্ধ্র এবং অন্তঃস্থ ইউরেথ্রা মুখ দ্বারা গঠিত মূত্রথলির অভ্যন্তরীণ একটি মসৃণ ত্রিভুজাকার জায়গা।

মূত্রথলির ত্রিকোণ
মূত্রথলি
মূত্রাশয়ের অভ্যন্তরীণ দৃশ্য
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনtrigonum vesicae urinariae
টিএ৯৮A08.3.01.024
টিএ২3421
এফএমএFMA:15910
শারীরস্থান পরিভাষা

জায়গাটি প্রসারণের প্রতি অতি সংবেদনশীল এবং একবার নির্দিষ্ট পরিমাণে প্রসারিত হলে মূত্রথলি মস্তিষ্ককে খালি করার জন্য প্রয়োজনীয় সংকেত দেয়। মূত্রাশয় যতই পূর্ণ হতে থাকে, সংকেতও ততই শক্তিশালী হতে থাকে।

ভ্রূণতাত্ত্বিকভাবে, মূত্রাশয়ের ত্রিকোণ  মেসোনেফ্রিক নালির পুচ্ছ প্রান্ত থেকে উদ্ভূত হয়,যা মেসোডার্ম থেকে সৃষ্টি হয় (মূত্রাশয়ের বাকী অংশ এন্ডোডার্মাল )। নারীদের ক্ষেত্রে মেসোনেফ্রিক নালি পুর্বাবস্থায় ফিরে যায়, ফলে ত্রিকোণটি অতটা স্পষ্ট থাকে না।

প্যাথলজি

সম্পাদনা

ক্লিনিকালি গুরুত্বপূর্ণ, কারণ এ জায়গায় একবার সংক্রমণ ( ট্রাইগোনাইটিস ) হলে ক্রমাগত লেগে থাকে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Woodburne, Russell T. (১৯৬৫-০৩-০১)। "The Ureter, ureterovesical junction, and vesical trigone" (পিডিএফ) (ইংরেজি ভাষায়): 243–249। আইএসএসএন 1097-0185ডিওআই:10.1002/ar.1091510305 

বহিঃসংযোগ

সম্পাদনা