মুহাম্মদ শাহ আদিল

সুরি সাম্রাজ্যের সুলতান

মুহাম্মদ শাহ আদিল সুর সম্রাজ্যের চতুর্থ শাসক ছিলেন। মুহাম্মদ শাহ আদিলের আসল নাম হল মুহাম্মদ মুবারিজ খান এবং তিনি শের শাহ সুরির ভাতুষ্পুত্র ছিলেন। ১৫৫৩ খিস্টাব্দে ফিরোজ শাহ সুরিকে গুপ্তহত্যা করে তিনি সুর সম্রাজ্যের শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ফিরোজ শাহ সুরি শের শাহ সুরির দৌহিত্র ছিলেন, যার বয়স ছিল মাত্র বার বছর। তার উত্তরাধিকারী হিসেবে ১৫৫৫ খ্রিষ্টাব্দে রাজ্যের ভার গ্রহণ করেন ইব্রাহিম শাহ সুরি


পূর্বসূরী
ফিরোজ শাহ শুরি
দিল্লীর শাহ
১৫৫৩ - ১৫৫৫
উত্তরসূরী
ইব্রাহিম শাহ শুরি