মুহাম্মদ মাজদি
মিশরীয় ফুটবল খেলোয়াড়
মুহাম্মদ মাজদি মুহাম্মদ মুর্সি (আরবি: محمد مجدي محمد مرسي, ইংরেজি: Mohamed Magdy; জন্ম: ৬ মার্চ ১৯৯৬; মুহাম্মদ মাজদি নামে সুপরিচিত) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মুহাম্মদ মাজদি মুহাম্মদ মুর্সি | ||
জন্ম | ৬ মার্চ ১৯৯৬ | ||
জন্ম স্থান | গিজা, মিশর | ||
উচ্চতা | ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল আহলি | ||
জার্সি নম্বর | ১৯ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:১৫, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মাজদি ২০১৮ সালে মিশরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মিশরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২০ ম্যাচে ৫টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনামুহাম্মদ মাজদি মুহাম্মদ মুর্সি ১৯৯৬ সালের ৬ই মার্চ তারিখে মিশরের গিজায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ৯ মার্চ ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
মিশর | ২০১৮ | ১ | ০ |
২০১৯ | ৪ | ০ | |
২০২০ | ২ | ১ | |
২০২১ | ১১ | ৪ | |
২০২২ | ২ | ০ | |
সর্বমোট | ২০ | ৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Al Ahly Players" [আল আহলি খেলোয়াড়]। alahlyegypt.com (ইংরেজি ভাষায়)। কায়রো: আল আহলি স্পোর্টিং ক্লাব। ৫ অক্টোবর ২০২০। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- সকারওয়েতে মুহাম্মদ মাজদি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মুহাম্মদ মাজদি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মুহাম্মদ মাজদি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে মুহাম্মদ মাজদি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে মুহাম্মদ মাজদি (ইংরেজি)