মুহাম্মদ মাছুদ
মুহাম্মদ মাছুদ একজন বাংলাদেশী যন্ত্র প্রকৌশলী। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য।[১]
অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ | |
---|---|
উপাচার্য | |
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৫ সেপ্টেম্বর ২০২৪ | |
পূর্বসূরী | মিহির রঞ্জন হালদার |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, খুলনা নাগোয়া বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শিক্ষাজীবন
সম্পাদনামাছুদ তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) খুলনা থেকে ১৯৯৮ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২][৩]
কর্মজীবন
সম্পাদনামুহাম্মদ মাছুদ ১৯৯৮ সালে ভূতপূর্ব বিআইটি, খুলনার (২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০০৩ সালে তিনি সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক ও ২০১১ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এছাড়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক দেশের বিশ্ববিদ্যালয়েও তিনি পাঠদান করেছেন।
অধ্যাপনা পাশাপাশি তিনি কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, কনসালটেন্সি রিসার্চ অ্যান্ড টেস্টিং সার্ভিসেস-এর চেয়ারম্যান, কুয়েট শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।[২][৩]
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর মুহাম্মদ মাছুদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হন।[৪]
প্রকাশনা
সম্পাদনাদেশে-বিদেশে বিভিন্ন জার্নালে তার প্রায় ১৫০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি একাধিক বই ও বইয়ের অধ্যায় রচনা করেছেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুয়েটে নতুন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ"। বাংলা ট্রিবিউন। ৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ "অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ-এর জীবনবৃত্তান্ত"। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ গ "কুয়েট উপাচার্য হলেন অধ্যাপক মুহাম্মদ মাছুদ"। দ্য ডেইলি স্টার। ৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "কুয়েটে নতুন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ, ৫ শর্তে নিয়োগ, প্রজ্ঞাপন জারি"। প্রথম আলো। ৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।