মুহাম্মদ ইউনুস (অধ্যাপক)
মুহাম্মদ ইউনুস একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রামের প্রথম উপাচার্য।[১]
মুহাম্মদ ইউনুস | |
---|---|
প্রথম উপাচার্য | |
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম | |
কাজের মেয়াদ ২০১৮ – ২০২২ | |
পূর্বসূরী | অফিস সৃষ্ট |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বাকলিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জন্ম
সম্পাদনাইউনুস চট্টগ্রাম শহরের বাকলিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা ওমদা মিঞা এবং মা আমেনা খাতুন।[১]
শিক্ষাজীবন
সম্পাদনাতিনি সরকারী মুসলিম হাই স্কুল, সরকারী কমার্স কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।[২]
কর্মজীবন
সম্পাদনামুহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৩ দশকের বেশি সময় অধ্যাপনা করেছেন। ২০১৭ সালে থেকে তিনি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রামে (ইউসিটিসি) অধ্যাপক, ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োজিত ছিলেন। ২০১৮ সালে তিনি পরবর্তী চার বছরের জন্য ইউসিটিসির উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।[৩]
প্রকাশনা
সম্পাদনাদেশ-বিদেশের জার্নালে তার ১৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ইউসিটিসির নতুন ভিসি প্রফেসর মুহাম্মদ ইউনুছ"। প্রতিদিনের সংবাদ। ৪ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ "ইউসিটিসির নতুন ভিসি মুহাম্মদ ইউনুছ"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "ইউসিটিসি'র নতুন ভিসি প্রফেসর মুহাম্মদ ইউনুছ"। কালের কণ্ঠ। ৪ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮।