মুহম্মদ মুকিম
মুহম্মদ মুকিম মধ্য যুগের একজন উল্লেখযোগ্য কবি।[১][২] তিনি সতের শতকের মুসলিম সাহিত্যিক ছিলেন।[১] মৃগাবতী, গুলে বকাওলী কাব্যগুলো তার রচিত।[৩]
মুহম্মদ মুকিম | |
---|---|
জন্ম | ১৮শ শতক |
পেশা | কবি |
যুগ | মধ্য যুগ |
পিতা-মাতা |
|
মুকিম চট্টগ্রাম জেলাস্থ নোয়াপাড়গ্রামে জন্মগ্রহণ করেন। সৈয়দ মুহম্মদ দৌলত তাঁর পিতা এবং সূফী সাধক ও পীর কবি আলী রজা তার গুরু ছিলেন। মুকিমের পূর্বপুরুষগণ এখনকার ফেনী জেলার বাসিন্দা ছিলেন।ছোট বেলাতেই মুহম্মদ মুকিম তার বাবাকে হারান এবং প্রারম্ভিক জীবনে জমিদার আলী আকবর চৌধুরীর সেরেস্তা হিসেবে যোগদান করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ আহমদ, ওয়াকিল। "মুহম্মদ মুকিম"। বাংলাপিডিয়া। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৮।
- ↑ তুরী, রতন কুমার (২০১৬-০২-১১)। "চট্টগ্রামের কবিদের অবদানে উজ্জ্বল মধ্যযুগ"। দৈনিক পূর্বকোণ। চট্টগ্রাম। ৮ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৮।
- ↑ "বাংলা সাহিত্য -মধ্যযুগ ০৫"। Enlightened Bangladesh। ২০১৫-০১-২৫। ১৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৮।