মুহম্মদ কবির
মুহম্মদ কবির ১৬শ শতকের একজন কবি। তিনি হিন্দি কবি মনঝনের মধুমালত কাব্যের অনুসরণে মধুমালতী নামক কাব্য রচনা করেন। কাব্যটি এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল যে, কবিরের পরবর্তী ছয়জন কবি ও ওই একই নাম দিয়ে কাব্য রচনা করেছিলেন।[১] তাঁর রচিত এই মূল্যবান কাব্যগ্রন্থটি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে পাওয়া যায়।
সাহিত্য কর্ম
সম্পাদনা- মধুমালতী (১৫৮৮)
বহিঃসংযোগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাপিডিয়া"। ৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।