মুস্তফা লুৎফুল্লাহ

বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য

মুস্তফা লুৎফুল্লাহ (জন্মঃ ১৫ ডিসেম্বর ১৯৬১) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।[] তিনি বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সদস্য। তিনি ২০১৪ এবং ২০১৯ সালে তার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-১ থেকে সাংসদ নির্বাচিত হন।[]

মাননীয় সাংসদ
মুস্তফা লুৎফুল্লাহ
জাতীয় সংসদ
কাজের মেয়াদ
২০১৪ – ২০২৪
পূর্বসূরীশেখ মুজিবুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1961-12-15) ১৫ ডিসেম্বর ১৯৬১ (বয়স ৬৩)
রাজনৈতিক দলবাংলাদেশ ওয়ার্কাস পার্টি

প্রাথমিক জীবন

সম্পাদনা

মুস্তফা লুৎফুল্লাহ ১৯৬১ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মুস্তফা লুৎফুল্লাহ এল.এল.বি ডিগ্রীপ্রাপ্ত ব্যক্তি।

কর্মজীবন

সম্পাদনা

পেশাগত জীবনে মুস্তফা লুৎফুল্লাহ একজন আইনজীবী।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন। তিনি ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর একজন সদস্য। দলের মনোনয়ন নিয়ে ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সাংসদ নির্বাচিত হন।[]

১০ম জাতীয় সংসদ নির্বাচন

সম্পাদনা

২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০৫নং আসন। আসনটি সাতক্ষীরা জেলার তালাকলারোয়া উপজেলা নিয়ে গঠিত। উক্ত নির্বাচনে মুস্তফা লুৎফুল্লাহর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব। নির্বাচনে মোট ভোট পড়েছিলো ১১৫৮১৩টি। এর মধ্যে ৯২,২০০ ভোট পেয়ে মুস্তফা লুৎফুল্লাহ সাংসদ নির্বাচিত হন, যা মোট ভোটের ৭৯.৬% ছিলো। স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব পেয়েছিলেন ২৩,৬১৩ ভোট।

পরিবার

সম্পাদনা

মুস্তফা লুৎফুল্লাহর স্ত্রীর নাম নাসরীন খান লিপি।[] এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। সে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বিএসসি করছিলো।[] মুস্তফা লুৎফুল্লাহর মেয়ের নাম অদিতি আদৃতা সৃষ্টি।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নতুন সূর্যের আলোয় আলোকিত হোক আমাদের প্রিয় মাতৃভূমি- এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ"। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬ 
  2. "Constituency 105_10th_Bn"। Parliament.gov.bd। ১৯৬১-১২-১৫। ২০১৮-০১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১৮ 
  3. "সত্যকে প্রতিষ্ঠিত করার ব্রত নিয়েই এগিয়ে চলতে হবে সাংবাদিকদের-এমপি মুস্তফা লুৎফুল্লাহ – শিক্ষা বার্তা"শিক্ষা বার্তা (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-১৬। ২০১৮-০১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬ 
  4. "তথ্য প্রযুক্তিকে হাতের মুঠোয় এনে সহজ করতে সরকার বদ্ধপরিকর — মুস্তফা লুৎফুল্লাহ এমপি – আওয়ার নিউজ" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬ 
  5. "ন্যাম ভবনে এমপি লুৎফুল্লাহর ছেলের 'আত্মহত্যা'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "মুস্তফা লুৎফুল্লাহ এমপির ছেলে অাত্নহত্যা করে মৃত্যু – Peoples News 24"। ২০১৮-০১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬ 
  7. "সাতক্ষীরার এমপি মুস্তফা লুৎফুল্লাহ'র পুত্র অনিকের আত্নহত্যা!"। ২০১৮-০১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬