মুসলিম হাই স্কুল, ময়মনসিংহ
মুসলিম হাই স্কুল (পূর্বনাম:ময়মনসিংহ মুসলিম পলিটেকনিক হাই স্কুল) ময়মনসিংহে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৪৩ সালে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি পেয়েছিল।[১]
মুসলিম হাই স্কুল | |
---|---|
ঠিকানা | |
শ্যামাচরণ রায় রোড , ২২০০ | |
স্থানাঙ্ক | ২৪°৪৫′৪০″ উত্তর ৯০°২৩′৫৮″ পূর্ব / ২৪.৭৬১২৪৬° উত্তর ৯০.৩৯৯৫৪৪° পূর্ব |
তথ্য | |
প্রাক্তন নাম | ময়মনসিংহ মুসলিম পলিটেকনিক হাই স্কুল |
বিদ্যালয়ের ধরন | এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | মে ১৯৪৩ |
বিদ্যালয় বোর্ড | ময়মনসিংহ শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | ময়মনসিংহ |
বিদ্যালয় কোড | ৭২৭৭ |
ইআইআইএন | ১১১৮৩২ |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
ওয়েবসাইট | muslimhighschool |
বিদ্যালয়ের প্রবেশদ্বার |
ইতিহাস
সম্পাদনাব্রিটিশ শাসনামলে শাসনামলে ময়মনসিংহে মুসলিম শিক্ষার্থীদের জন্য মানসম্মত কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা। স্থানীয় শিক্ষিত, গণ্যমান্য, বিদ্যানুরাগী ব্যাক্তিবর্গ মুসলিম শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন অনুভব করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহের শ্যামাচরণ রায় রোডে ময়মনসিংহ মুসলিম পলিটেকনিক হাই স্কুল নামে ১৯৪৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়েটি ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। ১৯৪৫ সালে বিজ্ঞান ও মানবিক শাখায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ভালো ফলাফল অর্জন করে। প্রতিষ্ঠার ২২ বছর পর ১৯৬৪ সালে বিদ্যালয়ের নাম পরিবর্তনকরে মুসলিম মুসলিম হাই স্কুল নামকরণ করা হয়।[১] ১৯৭৩ সালে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক বাণিজ্য শাখার স্বীকৃতি লাভ করে।[২] ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৭৪ সালে বিদ্যালয় থেকে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের করে। বর্তমানে বিদ্যালয়টি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে।
প্রাক্তন শিক্ষার্থী
সম্পাদনা- এম. এ. মান্নান - বাংলাদেশী রাজনীতিবিদ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বিদ্যালয়ের পরিচিত–বিদ্যালয়ের ইতিহাস"। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০১।
- ↑ "বিদ্যালয়ের পরিচিত–বিদ্যালয়ের স্বীকৃতি"। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০১।