মুসনাদ আবু ইয়ালা
মুসনাদ আবু ইয়ালা (আরবী: مسند أبي يعلي ; ইংরেজি: Musnad Abu Ya'la ) একটি ইসলামি গ্রন্থ । মুসলমানদের নবি মুহাম্মদ (দ:) এর বাণী তথা হাদিসের সংকলন ; এটি ইলমে হাদিসের সুপরিচিত একখানি গ্রন্থ । ইমাম আবু ইয়ালা আল-মাওসিলী (২১০ - ৩০৭ হিজরি ) এটি প্রণয়ন করেন ।[১] [২] [৩]
লেখক | আবু ইয়ালা আল মাওসুলি |
---|---|
মূল শিরোনাম | مسند أبي يعلى |
ভাষা | আরবি |
ধরন | হাদিস সংকলন |
গ্রন্থকারের পূর্ণ নাম
সম্পাদনাএর প্রণেতার পুরো নাম পরিচয় হল শায়খুল ইসলাম আবু ইয়ালা আহমদ ইবনে আলী ইবনুল মুসানা ইবনে ইয়াহিয়া ইবনে ঈসা ইবনে হিলাল আল-তামিমি আল-মোসুলী । তিনি ছিলেন ইমামুল হাফিজ ( হদিসের হাফিজদের ইমাম ) এবং মুহাদ্দিসুল মোসুল ( মোসুলের মুহাদ্দিস ছিলেন তিনি ) ।
বর্ণনার সংখ্যা
সম্পাদনাএতে ৭৫৫৫ টি হাদীস রয়েছে যা লেখক সাহাবীদের নাম থেকে প্রথমে মুসনাদ আল সিদ্দিক, তারপর মুসনাদ ওমর, অতঃপর আলী, তারপর মুসনাদ তালহাহ, তারপরে মুসনাদ আল আশরাত আল-মুবাশিরিন আল-জান্নাহ প্রমুখ ।[৪]
ভাষ্য
সম্পাদনাএই হাদীস সংকলন নিয়ে যারা ভাষ্যগ্রন্থ লিখেছেন তাদের মধ্যে অন্যতম :
- মুসনাদ আবী ইয়ালা (৩০7 হি) (مسند أبي يليلى الموصلي), সায়িদ বিন মুহাম্মাদ আস-সিনারি (১০ খণ্ড) এর ভাষ্য । প্রকাশিত: দারুল হাদীস ।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Musnad Abu Yala al-Mosili"। kitaabun.com। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৯।
- ↑ Musnad abi ya'la। ওসিএলসি 927109040।
- ↑ "Abū Yaʿlā al-Mawṣilī"। referenceworks.brillonline.com। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৯।
- ↑ مسند ابی يعلى ،مؤلف: ابو يعلى احمد بن علی بن المثُنى بن يحيی بن عيسى بن هلال التميمي، الموصلی :ناشر: دار المأمون للتراث دمشق
- ↑ "Musnad Abi Ya'la (307H)"। www.sifatusafwa.com। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৯।