মুসতামসিক

কায়রোর ষোড়শ খলিফা

মুসতামসিক বিল্লাহ (আরবি: المستمسك بالله; মৃত্যু ১৫২১) ছিলেন মামলুক সালতানাতের অধীনে কায়রোর ষোড়শ খলিফা । তিনি দুইবার খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন, তার প্রথম মেয়াদ ১৪৯৭ থেকে ১৫০৮ সাল পর্যন্ত এবং তার দ্বিতীয় মেয়াদ ১৫১৬ থেকে ১৫১৭ পর্যন্ত, যখন তিনি তার পুত্র মুতাওয়াক্কিল তৃতীয় এর কাছে পদত্যাগ করেন।

মুসতামসিক
المستمسك بالله
খলিফাতুল মুসলিমিন
১৬তম কায়রোর খলীফা (প্রথম শাসন)
খেলাফতকাল২৭ সেপ্টেম্বর ১৪৯৭–১৫০৮
পূর্বসূরী খলিফাদ্বিতীয় মুতাওয়াক্কিল
উত্তরসূরী খলিফাতৃতীয় মুতাওয়াক্কিল
১৮তম কায়রোর খলীফা (দ্বিতীয় শাসন)
খেলাফতকাল১৫১৬
পূবসূরী খলীফাতৃতীয় মুতাওয়াক্কিল
উত্তরসূরী খলিফাতৃতীয় মুতাওয়াক্কিল
জন্মকায়রো, মামলুক সালতানাত, বর্তমানে মিশর
মৃত্যু১৫২১
উসমানীয় সাম্রাজ্য
বংশধরমুতাওয়াক্কিল তৃতীয়
পূর্ণ নাম
মুসতামসিক বিল্লাহ
পিতামুসতামসিক
ধর্মসুন্নি ইসলাম

তথ্যসূত্র

সম্পাদনা
  • "Biography of Al-Mustamsik" (Arabic ভাষায়)। Islampedia.com। ২০০৮-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
মুসতামসিক
জন্ম:  ? মৃত্যু: ১৫২১
সুন্নি ইসলাম পদবীসমূহ
পূর্বসূরী
দ্বিতীয় মুতাওয়াক্কিল
কায়রোর খলীফা
১৪৯৭–১৫০৮
উত্তরসূরী
মুতাওয়াক্কিল তৃতীয়
পূর্বসূরী
মুতাওয়াক্কিল তৃতীয়
কায়রোর খলীফা
১৫১৬–১৫১৭
উত্তরসূরী
তৃতীয় মুতাওয়াক্কিল