মুশফিকুর রহমান (রাজনীতিবিদ)
বাংলাদেশী রাজনীতিবিদ
মুশফিকুর রহমান বাংলাদেশী রাজনীতিবিদ। সাবেক সচিব, বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসনের সাবেক সংসদ সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রভাবশালী নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হন।[১][২][৩]
মুশফিকুর রহমান | |
---|---|
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
পূর্বসূরী | শাহ আলম |
উত্তরসূরী | শাহ আলম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ছতুরা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনামুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনামুশফিকুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। এর আগে তিনি সাবেক সচিব, বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক ছিলেন।[৪] ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসন থেকে তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "ছয় আসনে বিএনপির মূলও বিকল্প প্রার্থী ১৭ জন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২০।
- ↑ "আ'লীগের বড় বাধা দলীয় কোন্দল পুনরুদ্ধারে তৎপর বিএনপি"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২০।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া-৪: আলোচনায় আ'লীগ নেতা শাহ আলম"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২০।
- ↑ "আওয়ামী লীগ নির্ভার বিএনপিতে লড়াই | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২০।