মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮-এর আওতায় বিশ্ববিদ্যালয়টি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়।[১] ২০২১ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে সুজাতা বাগচি বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দেওয়া হয়।[২][৩]
ধরন | পাবলিক |
---|---|
স্থাপিত |
|
অধিভুক্তি | ইউজিসি |
আচার্য | পশ্চিমবঙ্গের রাজ্যপাল |
উপাচার্য | সুজাতা বাগচি ব্যানার্জি |
অবস্থান | , , ভারত ২৩°৪৫′১২″ উত্তর ৮৭°০৫′০৪″ পূর্ব / ২৩.৭৫৩২১৬১° উত্তর ৮৭.০৮৪৩৮৬৪° পূর্ব |
ওয়েবসাইট | murshidabaduniversity |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মুশির্দাবাদ বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭" (পিডিএফ)। wbhed.gov.in। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২১।
- ↑ "ভাইস চ্যান্সেলর, মুশির্দাবাদ বিশ্ববিদ্যালয়"। wbsche.ac.in। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২১।
- ↑ "নতুন ভাইস চ্যান্সেলর দায়িত্ব গ্রহণ করেছেন মুশির্দাবাদ বিশ্ববিদ্যালয়ের"। ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া। বহরমপুর। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২১।