মুম্বই–পুণে এক্সপ্রেসওয়ে
মুম্বাই–পুণে এক্সপ্রেসওয়ে হল ভারতের প্রথম কংক্রিট দ্বারা নির্মিত ৬-লেন প্রশস্ত নিয়ন্ত্রিত-প্রবেশযোগ্য টোল এক্সপ্রেসওয়ে।[১] এটি মহারাষ্ট্রের রাজধানী ও ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বইয়ের সঙ্গে মহারাষ্ট্রের সাংস্কৃতিক ও শিক্ষাগত রাজধানী পুণেকে সংযুক্ত করে।[২] এক্সপ্রেসওয়েটি ২০০২ সালে সম্পূর্ণরূপে চালু হয়েছিল, ভারতীয় সড়কে যানবাহন পরিবহনে গতি ও নিরাপত্তার নতুন অধ্যায়ের প্রবর্তন করেছিল।[৩] এটি ভারতের ব্যস্ততম সড়কগুলির মধ্যে একটি।[৪]
যশোবন্ত চৌহান এক্সপ্রেসওয়ে | |
---|---|
মুম্বাই–পুণে এক্সপ্রেসওয়ে | |
পথের তথ্য | |
এমএসআরডিসি কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | |
দৈর্ঘ্য | ৯৪.৫ কিলোমিটার (৫৮.৭ মাইল) |
প্রধান সংযোগস্থল | |
পশ্চিম প্রান্ত: | কলম্বোলি, নবি মুম্বই |
পূর্ব প্রান্ত: | রাবেত, পুণে |
অবস্থান | |
রাজ্য | মহারাষ্ট্র |
প্রধান শহর | পানবেল, খান্ডালা, লোনাওয়ালা |
মহাসড়ক ব্যবস্থা | |
ইতিহাস
সম্পাদনামহারাষ্ট্র সরকার টোল ভিত্তিতে পরিচালিত নতুন এক্সপ্রেসওয়ের সম্ভাব্যতা অধ্যয়ন করার জন্য ১৯৯০ সালে আরআইটিইএস-কে নিয়োগ করেছিল। আরআইটিইএস ১৯৯৪ সালে ₹১১.৪৬ বিলিয়নের (মার্কিন$১৪০মিলিয়ন) আনুমানিক ব্যয় সহ তার প্রকল্প প্রতিবেদন জমা দেয়।
মহারাষ্ট্র সরকার ১৯৯৭ সালের মার্চ মাসে নির্মাণ-পরিচালনা-হস্তান্তর ভিত্তিতে ৩০ বছরের জন্য টোল আদায়ের অনুমতি সহ এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ এমএসআরডিসি-কে অর্পণ করেছিল। ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় ১৯৯৭ সালের ১৩ই অক্টোবর পরিবেশগত ছাড়পত্র এবং ১৯৯৭ সালের ১১ই নভেম্বর বন ছাড়পত্র প্রদান করেছিল।
নির্মাণ
সম্পাদনাএই এক্সপ্রেসওয়েটি মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন পর্ষদ নির্মাণ করেছে। ৯৪.৫ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি নির্মাণে ₹১৬.৩ বিলিয়ন খরচ হয়েছিল। এই এক্সপ্রেসওয়েতে মোট ৬ টি সুড়ঙ্গ পথ রয়েছে, যার মধ্যে সবচেয়ে দীর্ঘটির দৈর্ঘ ১,০৮৬ মিটার।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mumbai-Pune Expressway, India"। রোড ট্রাফিক টেকনোলজি। ২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২।
- ↑ "Rs 7,000-cr project to add more lanes to expressway, NH-4"। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এক্সপ্রেস নিউজ এজেন্সি। ৬ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২।
- ↑ "Expressway pune mumbai pune, mumbai pune mumbai, express high way nh-4 national highway no4"। Punediary.com। ৭ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২।
- ↑ "Mumbai-Pune expressway may soon have eight lanes"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৩ ফেব্রুয়ারি ২০১৩।