মুমতাজুদ্দীন আহমদ

মওলানা মুমতাজুদ্দীন আহমদ (১৮৮৯-১৯৭৪) আলিম ও লেখক। তিনি কলকাতার আলিয়া মাদ্রাসারঢাকার আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন প্রভাষকও ছিলেন তিনি।[]

মুমতাজুদ্দীন আহমদ
উপাধিইসলামী চিন্তাবিদ, আলিম ও লেখক
জন্ম১৮৮৯
ফেনী জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত,
(বর্তমান  বাংলাদেশ)
মৃত্যু১৯৭৪
ঢাকা, বাংলাদেশ
জাতিভুক্তবাঙালি
অঞ্চলব্রিটিশ ভারত, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ
পেশাশিক্ষকতা
শাখাসুন্নি
মূল আগ্রহশিক্ষকতা, রাজনীতি
শিক্ষায়তনকলকাতা আলিয়া মাদ্রাসা
কলকাতা বিশ্ববিদ্যালয়

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

মওলানা মুমতাজুদ্দীন আহমদ ১৮৮৯ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে ১৯১৬ সালে হাদিসে কামিল পাশ করেন। একই বছরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন।[]

রাজনৈতিক ও কর্মজীবন

সম্পাদনা

মওলানা মুমতাজুদ্দীন আহমদ কলকাতার আলিয়া মাদ্রাসায় ৩৪ বছর শিক্ষকতা করেন। এর পরে কলকাতা প্রেসিডেন্সি কলেজেও তিনি কিছুকাল প্রভাষক ছিলেন। দেশভাগের পর ১৯৪৭ সালে ঢাকায় ফিরে তিনি ঢাকার আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।[]

লেখক মুমতাজুদ্দীন

সম্পাদনা

বাংলা, আরবি, ও উর্দু ভাষায় তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্যঃ-[]

  • সাহলুল মা’আলী ফী শারহি মুকদ্দিমা সাহীহ মুসালম,
  • হালুল আকদ ফী শারহি সাব’আল মুআল্লাকাত,
  • কাশফুল মা’আলী কী শারহি মাকামাত হারিরী,
  • আল-ফাওকাবুদ্দুররী ফী শারহি, মুকাদ্দমা মিশকাত আল-মাসাবীহ,
  • পরীবাগের শাহ সাহেবের জীবনী  উল্লেখযোগ্য

মৃত্যু

সম্পাদনা

মওলানা মুমতাজুদ্দীন আহমদ ১৯৭৪ সালে ঢাকায় মৃত্যু বরণ করেন।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মওলানা মুমতাজুদ্দীন আহমদ"বাংলাপিডিয়া। ৫ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা

বাংলাপিডিয়ায়মুমতাজুদ্দীন আহমদ