মুন্সিবাজার ইউনিয়ন, কমলগঞ্জ
মুন্সিবাজার ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
মুন্সিবাজার | |
---|---|
ইউনিয়ন | |
৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে মুন্সিবাজার ইউনিয়ন, কমলগঞ্জের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৩′৪৪.৯৯৯″ উত্তর ৯১°৫১′৩৮.০০২″ পূর্ব / ২৪.৩৯৫৮৩৩০৬° উত্তর ৯১.৮৬০৫৫৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
উপজেলা | কমলগঞ্জ উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৫৯ |
সরকার | |
• চেয়ারম্যান | নাহিদ আহমেদ তরফদার |
আয়তন | |
• মোট | ১২ বর্গকিমি (৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ১৯,৫২৬ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৫৬ ৫৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাইতিহাস
সম্পাদনা১৯৫৮ সালে আইয়ুব খান এর মৌলিক গণতন্ত্র নীতির আলোকে পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রাক্তন সদস্য, দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলীর পরামর্শক্রমে ও পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান এর পরিকল্পনামতে মুন্সিবাজার ইউনিয়ন এর সীমানা নির্ধারিত হয়। কমলগঞ্জ উপজেলার উত্তরাংশে অবস্থিত ইউনিয়ন মুন্সিবাজার।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাগ্রামের সংখ্যা: ২৩টি।
গ্রাম সমূহ
সম্পাদনাহরিশ্বরন, পরানধর, ধীতেশ্বর, মির্জানগর, পালগাও, বিক্রমকলস, ভুমিগ্রাম , সরিষ কন্দি, রুপষপুর, বনবিষ্ণুপুর, রায়নগর, নারায়নক্ষেত্র, রামপুর, রামচন্দ্রপুর, বাদে সোনাপুর, জালাল পুর, বাসুদেব পুর, করিম পুর, মইদাইল, সুরানন্দপুর, ধাতাইল গাও, উবাহাটা, খুসালপুর।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন: ১২.বর্গ কি:মি:। জনসংখ্যা: ১৯,৫২৬ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৭৫%। (২০০১ সালের আদমশুমারী অনুসারে)
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৬টি
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৬টি
- উচ্চ বিদ্যালয়- ২টি নিম্ন মাধ্যমিক-১টি
- জুনিয়র স্কুল ৩টি
- মাদ্রাসা-৪টি
দর্শনীয় স্থান
সম্পাদনা- শ্রীশ্রী ঠাকুরবাণীর শ্রীধাম (হরিস্মরণ)
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- নাহিদ আহমেদ তরফদার।
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | আহম্মদ কবীর চৌধুরী | ১৯৬০-১৯৬৪ |
০২ | বসিরম্নল হাসান চৌধুরী | ১৯৬৫-১৯৭১ |
০৩ | মোঃ দুরুদ মিয়া | ১৯৭২-১৯৭৬ |
০৪ | ধীরেন্দ্র কুমার দাস | ১৯৭৭-১৯৮৩ |
০৫ | এরশাদ মিয়া | ১৯৮৪-১৯৮৫ |
০৬ | আদর মিয়া | ১৯৮৫-১৯৯২ |
০৭ | মোঃ ইকবাল হোসেন | ১৯৯২-১৯৯৮ |
০৮ | মোঃ শফিকুর রহমান | ১৯৯৮-২০১১ |
০৯ | আব্দুল মোতালিব তরফদার | ২০১১-২০২২ |
১০ | নাহিদ আহমেদ তরফদার | ২০২২-চলমান |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মুন্সিবাজার ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কমলগঞ্জ উপজেলা"। বাংলাপিডিয়া। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |