মুনমুন দত্ত
ভারতীয় অভিনেত্রী
মুনমুন দত্ত একজন ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন অভিনেত্রী এবং মডেল।[১] সে দীর্ঘ চলমান হিন্দি টেলিভিশন ধারাবাহিক তারক মেহতা কা উল্টা চশমা'য় ববিতা নামে অভিনয় করেন।[১]
মুনমুন দত্ত | |
---|---|
জন্ম | মুনি, সুইটি দূর্গাপুর, পশ্চিমবঙ্গ, ভারত |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৪–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | তালাকপ্রাপ্ত |
দত্ত পশ্চিমবঙ্গের, দূর্গাপুরের গায়ক পরিবারে জন্মগ্রহণ করে। তিনি নিয়মাফিক ভাবে সর্বোত্তম সঙ্গীত প্রশিক্ষণ নিয়েছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার পর মহারাষ্ট্রের পুনের একটি কলেজে ভর্তি হয়।[২] পুনেতে বাস করার সময় মুনমুন ফ্যাশান শো তে অংশগ্রহণ করব। তিনি মুম্বাইয়ে আসেন এবং এবং জি টিভি'র ২০০৪ সালের ধারাবাহিক হাম সাব ভারতীতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। তার প্রথম চলচ্চিত্র ছিল কামাল হাসান-এর মুম্বাই এক্সপ্রেস। ২০০৬ সালের হলিডে চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।[৩]
টেলিভিশন
সম্পাদনাসাল | নাম | অভিনয়ের নাম |
---|---|---|
২০০৪ | হাম সাব ভারতী | রিয়া |
২০০৯–বর্তমান | তারক মেহতা কা উল্টা চশমা | ববিতা কৃষ্ণনান আইয়ার |
চলচ্চিত্র
সম্পাদনা- ২০০৫ মুম্বাই এক্সপ্রেস
- ২০০৬ হলিউডে
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Taarak Mehta celebrates 1000 episodes ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-১১-০৯ তারিখে. Times of India. 10 November 2012
- ↑ "CineSangeet » Real and reel life are same for Munmun Dutta"। ১৯ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৫।
- ↑ Munmun Dutta, Babitaji with her boyfriend ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ আগস্ট ২০১৫ তারিখে. www.bhaskar.com. 8 November 2013
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে মুনমুন দত্ত সংক্রান্ত মিডিয়া রয়েছে।