মুদার ইবনে নিজার (আরবি: مضر بن نزار) ছিলেন মুদার নামক উত্তর আরবের অন্যতম শক্তিশালী উপজাতীয় গোষ্ঠীর ঐতিহ্যবাহী পূর্বপুরুষ।

মুদার ইবনে নিজার
مضر بن نزار
জন্মআরব উপদ্বীপ
মৃত্যুআরব উপদ্বীপ
সমাধি
বংশধর
পিতানিজার ইবনে মা'আদ
মাতাসাওদা বিনতে আক ইবনে আদনান

ইতিহাস

সম্পাদনা

ঐতিহ্য অনুসারে, মুহাম্মাদ ছিলেন আব্দুল্লাহর ছেলে। আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের (যার আরেক নাম ছিলো শায়বা) ছেলে; আব্দুল মুত্তালিব ছিলেন হাশিমের ছেলে (যার ডাকনাম ছিলো আমর); হাশিম ছিলেন আব্দে মানাফের (যাকে আল মুগিরাও ডাকা হতো) ছেলে; আব্দে মানাফ ছিলেন কুসাইয়ের ছেলে (যার ডাকনাম ছিলো যায়েদ), কুসাই ছিলেন কিলাবের ছেলে, কিলাব ছিলেন মুররাহের ছেলে, মুররাহ ছিলেন কাবের ছেলে, কাব ছিলেন লুয়াইয়ের ছেলে, লুয়াই ছিলেন গালিবের ছেলে, গালিব ছিলেন ফিহরের ছেলে, ফিহর ছিলেন মালিকের ছেলে, মালিক ছিলেন আল-নাদরের ছেলে, আল-নাদর ছিলেন কিনানার ছেলে, কিনানা ছিলেন খুজায়মার ছেলে, খুজায়মা ছিলেন মুদরিকার ছেলে (যার আরেক নাম ছিলো আমির), মুদরিকা ছিলেন ইলিয়াসের ছেলে, ইলিয়াস ছিলেন মুদারের ছেলে, মুদার ছিলেন নিযারের ছেলে, নিযার ছিলেন মায়াদ্দের ছেলে, মায়াদ্দ ছিলেন আদনানের ছেলে, আদনান ছিলেন উদ্দ'র (অথবা উদাদের) ছেলে … তারপর ক্রমান্বয়ে কেদার, ইসমাইল এবং পরম করুণাময় আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম পর্যন্ত।[]

পূর্বপুরুষ

সম্পাদনা

আরব বংশতত্ত্ববিদদের মতে, মুদার ছিলেন সাওদা বিনতে আক্ক ইবনে আদনানের মাধ্যমে নিযার ইবনে মা'আদ ইবনে আদনানের পুত্র। তার একজন পূর্ণ ভাই ছিলেন, ইয়াদ, এবং দুইজন সৎ ভাই ছিলেন, রাবি'আ (যিনি অন্য একটি প্রধান উপজাতীয় গোষ্ঠীকে তার নাম দিয়েছেন) এবং আনমার। একটি সুপরিচিত গল্প বলা হয়েছে যে কীভাবে ভাইয়েরা তাদের বাবার মৃত্যুর পরে তাদের উত্তরাধিকার ভাগ করে নিয়েছিল, যার ফলে মুদার "লাল" (আল-হামরা) উপাধি পেয়েছিলেন কারণ তিনি তার বাবার লাল তাঁবু পেয়েছিলেন।[]

মুদার মক্কায় বসতি স্থাপন করেন এবং পরবর্তী শতাব্দীতে তার কবর তীর্থস্থানে পরিণত হওয়ার সাথে সাথে তাকে আল-রাওহায় সমাহিত করা হয়। মুদারের দুই ছেলে ছিল: আল-ইয়াস বা ইলিয়াস, এবং আয়লান আল-নাস। তার পুত্রদের মাধ্যমে, ইলিয়াস বনু হুজাইল, বনু আসাদ, বনু তামিম এবং বনু কিনানার পূর্বপুরুষ ছিলেন - যার মধ্যে রয়েছে কুরাইশ, মুহাম্মদ এবং প্রথম খলিফাদের গোত্র - আর আয়লান ছিলেন কায়স উপজাতিদের পূর্বপুরুষ।[]

ইসলাম-পূর্ব যুগের আরবি ইতিহাসে মধ্য আরবে মুদার এবং রাবি'আ নথিভুক্ত রয়েছে; কিন্দার রাজারা "মা'আদ (বা মুদার) এবং রাবি'আ-এর রাজা" উপাধি বহন করেন এবং তারা ইয়েমেনি (দক্ষিণ আরবীয়) উপজাতিদের সাথে সংঘাতে ভূমিকা পালন করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ibn Ishaq; Guillaume (১৯৫৫)। The Life of Muhammad: A Translation of Ibn Isḥāq's sīrat। London। পৃষ্ঠা 3। আইএসবিএন 0195778286 
  2. Kindermann 1995, পৃ. 352।
  3. Kindermann 1995, পৃ. 353।