মুগদা মেডিকেল কলেজ, ঢাকা
মুগদা মেডিকেল কলেজ, মুগদা, ঢাকা ঢাকার মুগদা থানায় অবস্থিত, দেশে সম্প্রতি চালু হওয়া সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ৪র্থ সরকারি মেডিকেল কলেজ।
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ২০১৫ |
অধ্যক্ষ | অধ্যাপক ডা. মোঃ মুস্তাফিজুর রহমান |
শিক্ষার্থী | ৩৫৫ |
ঠিকানা | হাজী কদম আলী রোড(বিশ্বরোড) , উত্তর মুগদা, ঢাকা , ১২১৪ , |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | মুমেক |
অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | mumc |
বিবরণ
সম্পাদনাএটি ৫০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। যার নির্মাণকাজ শুরু হয় ২০০৬ সালে এবং হাসপাতালটি উদ্বোধন করা হয় জুলাই, ২০১৩ সালে। ২০১৪ সালের শুরুর দিকে রোগী ভর্তি শুরু হয়। হাসপাতাল ভবনটি ১৩ তলা বিশিষ্ট। ২০১৫ সালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিকে মেডিকেল কলেজ ঘোষণা করেন। ঢাকা শহরের পূর্বাঞ্চলে বসবাসকারী প্রায় ৩০-৪০ লক্ষ মানুষের এবং ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলাসমূহের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানসস্মত আধুনিক চিকিৎসক তৈরি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ ও হাসপাতাল বর্তমানে দেশজুড়ে সুনামের সাথে এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালকে 'Centre of Excellence' তথা একটি উন্নত 'Medical Hub' রূপে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন।
কলেজের কাজ শুরু হয় ২০১৫ সালের জানুয়ারী মাসে। ২০১৬ সনে এমবিবিএস প্রথম বর্ষে ৫০ জন ছাত্র- ছাত্রী ভর্তির মাধ্যমে একাডেমিক কার্যক্রমের শুভ সূচনা হয় যা উন্নীত হয়ে বর্তমানে প্রতি বছর ১০০ জন করে ভর্তির সুযোগ পাচ্ছে।বর্তমানে মুগদা মেডিকেল কলেজে অষ্টম ব্যাচের শিক্ষাদান করছে।
পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের জন্য নিয়মিত CPD, CME. Medical Education, Workshop, Seminar ও Training অনুষ্ঠিত হয়।
চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবার এই ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রেখে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠানে আপন জায়গা করে নিবে। [১][২]
কলেজ ভবন
সম্পাদনা২০১৬ সালের জানুয়ারী মাসের ১০ তারিখ থেকে ১ম ব্যাচের নিয়মিত এমবিবিএস কোর্সের ক্লাস শুরু হয়। সরকারি ভাবে পরিচালিত মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রতি বছর ১০০ জন ছাত্রছাত্রী এম.বি.বি.এস কোর্সে ভর্তি নেওয়া হয়। কলেজ ভবনের অধীনে রয়েছে- মাল্টিমিডিয়া ও আধুনিক সকল সুযোগ সুবিধাসহ ৩টি শীততাপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারী, ১টি পাঠাগার, ১ টি সমৃদ্ধ লাইব্রেরি, কনফারেন্স রুম, ক্যান্টিন, ছাত্রছাত্রীদের জন্য একটি কমনরুম যাতে রয়েছে বিভিন্ন খেলাধুলার সুবিধা ও সরঞ্জাম এবং বিভাগভিত্তিক বিভিন্ন গবেষণাগার, ডিসেকশন রুম, ব্যবহারিক কক্ষ, টিউটোরিয়াল রুম প্রভৃতি।[৩] </ref>[৪]
পড়াশোনায় উল্লেখযোগ্য অর্জন
সম্পাদনাবিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় ধারাবাহিক ভাবে ভালো ফলাফল করে দিন দিন উন্নতির দিকে এগিয়ে চলছে। যেমনঃ ২০১৯ সনের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২য় পেশাগত পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে ২য় স্থান সহ মোট ৭ টি স্থান দখল করার গৌরব অর্জন করে। সর্বশেষ ২০২২ সনের মে মাসে অনুষ্ঠিত ২য় পেশাগত পরীক্ষায় ১ম ও ৫ম স্থান অর্জন করে।
বিভিন্ন স্নাতকোত্তর ডিগ্রীর জন্য প্রয়োজনীয় ও পূর্ন প্রশিক্ষণ বিভিন্ন বিভাগে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস ও বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি আছে এবং সফলভাবে পরিচালিত হচ্ছে।
সহ - পাঠক্রম সংক্রান্ত কার্যক্রম
সম্পাদনাশিক্ষার্থীদের নিজস্ব সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক সংগঠন রয়েছে। বিভিন্ন জাতীয় দিবসে নানারকম অনুষ্ঠান আয়োজন করা হয়।
২০ এপ্রিল, ২০১৯ সালে, বাংলাদেশের স্বাস্থ্যখাতের অন্যতম স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী এর নতুন ইউনিট হিসেবে যাত্রা শুরু করে করে সন্ধানী মুগদা মেডিকেল কলেজ ইউনিট।
পাঠাগার
সম্পাদনাশিক্ষার্থীদের জন্য ভবনের চতুর্থ তলায় এম.বি.বি.এস ও স্নাতকোত্তর স্তরের বিভিন্ন বিষয়ের ও বিভিন্ন লেখকের সাম্প্রতিক সংস্করণের বইসমৃদ্ধ একটি পাঠাগার রয়েছে যাতে একত্রে পঞ্চাশ জন বসার সুবিধা বিদ্যমান।
হাসপাতাল ভবন
সম্পাদনাহাসপাতাল ভবনটি ৫০০ সজ্জা এবং ১৩ তলা বিশিষ্ট এবং প্রতিটি তলা প্রায় ৪৫০০০ বর্গ ফুট আয়তন নিয়ে নির্মিত। রোগীদের চলাচলের জন্য পর্যাপ্ত সংখ্যক লিফটের ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবার সুবিধা বিদ্যমান। হাসপাতালটির তলাভিত্তিক বিবরণ:
তলা | পূর্ব পাশ | পশ্চিম পাশ |
---|---|---|
নীচ তলা | এম.আর.আই, সিটি স্ক্যান ও গ্যারেজ | গ্যারেজ |
২য় তলা | আউটডোর | রেডিওলজি, প্যাথলজি |
৩য় তলা | আউটডোর | রেডিওলজি, হ্যামাটোলজি |
৪র্থ তলা | সংরক্ষিত ওয়ার্ড | প্রশাসনিক ব্লক |
৫ম তলা | কার্ডিওলজি, CCU | গাইনি ও অবস |
৬ষ্ঠ তলা | অপারেশনন থিয়েটার, ক্যাথল্যাব, আইসিইউ, সিসিইউ, এনেস্থেসিয়া, পোস্ট অপারেটিভ | |
৭ম তলা | জেনারেল সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজি | অর্থোপেডিক্স, ই.এন.টি. চক্ষু |
৮ম তলা | সংরক্ষিত | শিশু ও অটিজম সেন্টার |
৯ম তলা | মেডিসিন ওয়ার্ড | গ্যাস্ট্রোএন্টেরোলজি, নেফ্রোলজি ও ডায়ালাইসিস, রেসপিরেটরি মেডিসিন, ইউরোলজী, ডারমাটোলজী |
১০ তলা | ভিআইপি কেবিন | কেবিন |
১১ তলা | কেবিন | কেবিন |
১২ তলা | কেবিন | কেবিন |
১৩ তলা | কেবিন | কেবিন |
ব্যাচের নাম ও শিক্ষার্থী সংখ্যা
সম্পাদনাব্যাচ নং | শিক্ষার্থী সংখ্যা | সেশন | ব্যাচের নাম |
---|---|---|---|
MuMC-০১ | ৫০ | ২০১৫-১৬ | পদার্পণ |
MuMC-০২ | ৫০ | ২০১৬-১৭ | দৃষ্টান্ত |
MuMC-০৩ | ৫০ | ২০১৭-১৮ | তারুণ্য |
MuMC-০৪ | ৬৫ | ২০১৮-১৯ | চিরন্তন |
MuMC-০৫ | ৬৫ | ২০১৯-২০ | প্রজ্জ্বলন |
MuMC-০৬ | ৭৫ | ২০২০-২১ | সঞ্জীবনী |
MuMC-০৭ | ৭৫ | ২০২১-২২ | স্পন্দন |
MuMC-০৮ | ৭৫ | ২০২২-২৩ | অবনীল |
MuMC-০৯ | ১০০ | ২০২৩-২৪ | নিরংকুশ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মুগদা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্স চালু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮।
- ↑ BanglaNews24.com। "রোগীর অপেক্ষায় মুগদা হাসপাতাল"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮।
- ↑ "মুগদা হাসপাতালে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮।
- ↑ "মুগদা মেডিকেল কলেজ"। mumc.portal.gov.bd/। ৮ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট -মুগদা মেডিকেল কলেজ
- সরকারি হাসপাতালগুলোর তালিকা - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন