মুখলিঙ্গ

দেবতা বা মানুষের মুখের বর্ণাঢ্য প্রতিনিধিত্ব

মুখলিঙ্গ বা মুখলিঙ্গম, হিন্দু মূর্তিবিদ্যায় দেবতা বা মানুষের মুখের বর্ণাঢ্য প্রতিনিধিত্ব। লিঙ্গ হল হিন্দু দেবতা শিবের বর্ণাঢ্য প্রতিনিধিত্ব। মুখলিঙ্গগুলি পাথরের হতে পারে বা ধাতব আবরণ দিয়ে তৈরি হতে পারে, যা সাধারণ লিঙ্গকে ঢেকে রাখে।

গুপ্ত যুগের একমুখী মুখলিঙ্গ, ভুমরা

মুখলিঙ্গের সাধারণত এক, চার বা পাঁচটি মুখ থাকে। চারটি মুখ বিশিষ্ট মুখলিঙ্গদের লিঙ্গের শীর্ষে অদৃশ্য পঞ্চম মুখও রয়েছে বলে মনে করা হয়। চার ও পাঁচমুখী মুখলিঙ্গ শিবের পাঁচটি দিককে প্রতিনিধিত্ব করে, যা শাস্ত্রীয় উপাদান ও মূল দিকনির্দেশের সাথেও সম্পর্কিত।

চারমুখী মুখলিঙ্গ, ১০ম শতাব্দী, এশিয়ান আর্ট মিউজিয়াম

সর্বশক্তিমান, সর্বব্যাপী ও সর্বজ্ঞ ঈশ্বর শিব স্বতন্ত্র আত্মাকে তাঁর উপাসনা করার সুবিধার্থে নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করেছেন। তাদের মধ্যে শিবলিঙ্গের নিরাকার রূপটিকে "নিষ্কলা" হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, এবং মুখের উপর শিবের মস্তক বিশিষ্ট শিবলিঙ্গকে মুখলিঙ্গ বলা হয় এবং "সকাল নিস্কলা" রূপে শ্রেণীবদ্ধ করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ALAYAM : The Hindu Temple;An Epitome of Hindu Culture; G.Venkataramana Reddy; Published by Adhyaksha; Sri Ramakrishna Math; আইএসবিএন ৯৭৮-৮১-৭৮২৩-৫৪২-৪; Page 46

বহিঃসংযোগ

সম্পাদনা