মুখতার আহমদ
মুখতার আহমদ (৩১ আগস্ট ১৯৪৩-২১ অক্টোবর ২০০৬) বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম-১২ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
মুখতার আহমদ | |
---|---|
চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
পূর্বসূরী | আখতারুজ্জামান চৌধুরী বাবু |
উত্তরসূরী | আখতারুজ্জামান চৌধুরী বাবু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩১ আগস্ট ১৯৪৩ চট্টগ্রাম জেলা |
মৃত্যু | ২১ অক্টোবর ২০০৬ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
অন্যান্য রাজনৈতিক দল | জাতীয় সমাজতান্ত্রিক দল |
প্রাথমিক জীবন
সম্পাদনামুখতার আহমদ ৩১ আগস্ট ১৯৪৩ সালে চট্টগ্রাম জেলার বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের রাতাখোর্দ্দ মোজাফফরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।[২]
রাজনৈতিক জীবন
সম্পাদনামুখতার আহমদ ১৯৬২ সালে রাজনীতিতে যোগদেন। গোপন সংগঠন (নিউক্লিয়ার্স) চট্টগ্রামের তিনি সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। ১ নম্বর সেক্টরে তিনি বাঁশখালী, আনোয়ারা ও কুতুবদিয়ার আঞ্চলিক অধিনায়ক ছিলেন।
তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে শাহ-ই-জাহান চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন।
১৯৯২ সালে তিনি পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগে যোগদিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যু
সম্পাদনামুখতার আহমদ ২১ অক্টোবর ২০০৬ সালে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ মোঃ খোরশেদ আলম (২১ অক্টোবর ২০১৯)। "মোখতার আহমদ স্মরণে মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ"। দৈনিক আজাদী। ২৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |