মুক্তি (পত্রিকা)
মুক্তি পত্রিকা পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সাপ্তাহিক[১] পত্রিকা ছিল। এটি ১৯২৫ খ্রিস্টাব্দে পুরুলিয়া শহর থেকে এবং পরে তৎকালীন বিহারের মানভূম জেলা থেকে প্রকাশনা শুরু করে। এটি শিল্পাশ্রম নামে গান্ধী আশ্রমের একটি অংশ হিসেবে প্রকাশিত হওয়া শুরু করে। স্থানীয় ইতিহাসের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এই পত্রিকাটি অনেক বেশি গুরুত্ব রয়েছে।[২] টুসু সত্যাগ্রহের সময়ে বিভূতিভূষণ দাশগুপ্ত সম্পাদিত এই পত্রিকা আন্দোলন ও বিহার সরকারের অত্যাচার সম্পর্কে নিয়মিত লেখা প্রকাশ করতে থাকে।[৩]
সম্পাদকগণ
সম্পাদনাএই 'মুক্তি' পত্রিকার সম্পাদকগণের হলেন-
সম্পাদকগণ |
---|
নিবারণচন্দ্র দাশগুপ্ত (প্রতিষ্ঠাতা-সম্পাদক) |
এস.বীর রাঘব আচার্য |
ফণীন্দ্রনাথ দাশগুপ্ত |
অতুলচন্দ্র ঘোষ |
অরুণচন্দ্র ঘোষ |
বিভূতিভূষণ দাশগুপ্ত |
চিত্তভূষণ দাশগুপ্ত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Legal Remembrancer vs Atul Chandra Ghose And Anr. on 1 September, 1954"। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Bengali Periodicals and Newspapers Mukti (Purulia: Desabandhu Press, Mukti Press, 1925-1979)"। ১৯ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "বিয়াল্লিশের আন্দোলনে মানভূম"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৮।