মুকুন্দলাল সরকার
মুকুন্দলাল সরকার (৩১ ডিসেম্বর, ১৮৮৫ -২৩ অক্টোবর, ১৯৫৫) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং বাঙলার বিশিষ্ট জননেতা। বৈপ্লবিক কাজের জন্য বহুবার কারাবরণ করেন। শ্রমিক আন্দোলনে পুরোধা ছিলেন। নেতাজী সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহকর্মীরূপে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা ও সংগঠনে উল্লেখযোগ্য অংশগ্রহণ করেন।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সুবোধ সেনগুপ্ত ও, অঞ্জলি বসু সম্পাদিত (নভেম্বর ২০১৩)। সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫৭৫। আইএসবিএন 978-81-7955-135-6।
- ↑ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী (ঢাকা বইমেলা ২০০৪)। জেলে ত্রিশ বছর। ঢাকা: ধ্রুপদ সাহিত্যাঙ্গন। পৃষ্ঠা ২৮৫। আইএসবিএন 984-81-8457-00-3
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: length (সাহায্য)। এখানে তারিখের মান পরীক্ষা করুন:|তারিখ=
(সাহায্য)