মীর সাখাওয়াত আলী দারু

বাংলাদেশী রাজনীতিবিদ
(মীর সাখাওয়াত আলী থেকে পুনর্নির্দেশিত)

মীর সাখাওয়াত আলী দারু বাংলাদেশি একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭০ সালে পাকিস্তান গণ পরিষদের নির্বাচিত এমএনএ, অবিবক্ত খুলনা-৩ আসনের ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।[][][][]

অধ্যাপক
মীর সাখাওয়াত আলী দারু
খুলনা-৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ১৫ আগস্ট ১৯৭৫
পূর্বসূরীপদ সৃষ্টি
উত্তরসূরীআফতাব উদ্দিন হাওলাদার
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬ – ১ অক্টোবর ২০০১
পূর্বসূরীমুস্তাফিজুর রহমান
উত্তরসূরীএমএএইচ সেলিম
ব্যক্তিগত বিবরণ
জন্মটেংরাখালী, কচুয়া, বাগেরহাট
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীফরিদা আক্তার বানু লুসী
সম্পর্কমীর শওকাত আলী বাদশা (ভাই)
সন্তান১ মেয়ে
পিতামাতা
  • মীর আশরাফ আলী
  • আছিয়া খাতুন

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

মীর সাখাওয়াত আলী দারু বাগেরহাট জেলার কচুয়ার টেংরাখালীতে জন্মগ্রহণ করেন। তার পিতা মীর আশরাফ আলী ও মাতা আছিয়া খাতুন। তিনি ফরিদা আক্তার বানু লুসীকে বিয়ে করেন, যিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এই দম্পতীর একমাত্র মেয়ে মীর জেনিয়া সাখাওয়াত কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী।

রাজনৈতিক ও কর্মজীবন

সম্পাদনা

মীর সাখাওয়াত আলী দারু ষাটের দশকের সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠক, ৯০ এর গণ অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখেন।

তিনি ১৯৭০ সালে পাকিস্তান গণ পরিষদের নির্বাচিত এমএনএ, তৎকালীন খুলনা-৩ আসনের ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য[][]

তিনি বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনের জুন ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "বাগেরহাট জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০ 
  4. "মীর সাখাওয়াত আলী দারু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১ 
  5. Bangladesh, Root Soft। "সাবেক সাংসদ মীর সাখাওয়াত আলী দারু এর স্ত্রীর বাগেহাট-২ আসনে ব্যাপক গণসংযোগ"বাংলাদেশ প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]