মীরাবাই ফিল্মস
মীরাবাই ফিল্মস ইনকর্পোরেটেড নিউ ইয়র্ক শহর ভিত্তিক মার্কিন চলচ্চিত্র নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮৯ সালে ভারতীয়-মার্কিন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার কর্তৃক প্রতিষ্ঠিত। সংস্থার আন্তর্জাতিক অভিষেকটি ছিল এটির সর্বজনীন উদযাপিত পূর্ণদৈর্ঘ্য সালাম বম্বে!, যেটি ১৯৮৮ কান চলচ্চিত্র উৎসবে ক্যামেরা দ'র (গোল্ডেন ক্যামেরা)[১] ও শ্রোতা পুরস্কার লাভ করে।[২] এছাড়াও এটি ১৯৮৮ সালে ৬১তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ভারতের নিবেদিত দ্বিতীয় মনোনীত চলচ্চিত্র ছিল।[৩]
ধরন | মোশন পিকচার |
---|---|
শিল্প | চলচ্চিত্র শিল্প |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৯ |
সদরদপ্তর | , মার্কিন যুক্তরাষ্ট্র] |
প্রধান ব্যক্তি | মীরা নায়ার |
পণ্যসমূহ | চলচ্চিত্র |
ওয়েবসাইট | ওয়েবসাইট |
প্রতিষ্ঠার পর থেকে মীরাবাই ফিল্মস মিসিসিপি মাসালা, দ্য পেরেজ ফ্যামেলি, কাম সূত্র: অ্যা টেল অব লাভ, মাই ওউন কান্ট্রি, দ্য লাফিং ক্লাব অব ইন্ডিয়া, মনসুন ওয়েডিং, স্টিল, দ্য চিল্ড্রেন আর হেয়ার এবং ভ্যানিটি ফেয়ার-এর মতো আন্তর্জাতিক ক্ষ্যাতিসম্পন্ন চলচ্চিত্রগুলি প্রযোজনা করেছে।[৪]
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Awards 1988: All Awards"। festival-cannes.fr। ২৮ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ শুল্ড, ক্লে (১০ মার্চ ২০১৮)। "Film Society to show 'Salaam Bombay'" (ইংরেজি ভাষায়)। দ্য জার্নাল। ১০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯।
- ↑ ক খ "The 61st Academy Awards (1989) Nominees and Winners" (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অক্টোবর ৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৭, ২০১১।
- ↑ "মীরাবাই ফিল্মস" (ইংরেজি ভাষায়)। মীরাবাই ফিল্মস। ১৩ জুন ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২০।
- ↑ "৩৬তম জাতীয় চলচ্চিত্র উৎসব" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারত: চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৯৮৯। পৃষ্ঠা ৩৪, ৬০। ৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯।