মীনকেতন দাস

ভারতীয় ওড়িয়া ভাষার চলচ্চিত্র অভিনেতা

মীনকেতন দাস (৭ সেপ্টেম্বর, ১৯৬১- ৩০ জুন, ২০১৭) ওড়িয়া ভাষার চলচ্চিত্রের (ওলিউড) একজন প্রখ্যাত অভিনেতা। তিনি ওলিউডে অভিনয়ের পাশাপাশি জলিউডেও অভিনয় করেছেন। এছাড়া তিনি বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় ও দিক নির্দেশনা দিয়েছেন। ৩০ জুন, ২০১৭ তারিখে অগ্নাশয়ের ক্যান্সার জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মীনকেতন দাস মধ্য উৎকল সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্র ছিলেন। ১৯৯৮ সালে গঙ্গশিউলি (ওড়িয়া ছায়াছবি) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ওলিউডে অভিনয় করেছেন। এ সময়ের মধ্যে তিনি একশোরও বেশি ওড়িয়া ছবিতে অভিনয় করেন। তার মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কসহ বিশিষ্টজনরা শোক প্রকাশ করেন।[][][][]

মীনকেতন দাস
মীনকেতন দাস (ମୀନ‌କେତନ ଦାସ)
জন্ম(১৯৬১-০৫-০৭)৭ মে ১৯৬১
মৃত্যু৩০ জুন ২০১৭(2017-06-30) (বয়স ৫৬)
মৃত্যুর কারণঅগ্ন্যাশয়ের ক্যান্সার
পেশাচলচ্চিত্র অভিনেতা[][][]

অভিনীত চলচ্চিত্র

সম্পাদনা
বছর চলচ্চিত্র চরিত্র
২০১৬ মীমাংসা
২০১৬ লাভ স্টেশন অথিতি কলাকার
২০১৬ দেলে ধরা কথা ঘরে
২০১৬ ঝিয়টা বিগিড়িগলা
২০১৬ অগস্ত্য সদানন্দ সেঠি
২০১৬ টাইগার
২০১৬ হেলা মতে প্রেম জর
২০১৬ গোটে শুয়া গোটে শারী
২০১৫ জগা হাতরে পঘা (২০১৫) শঙ্কর
২০১৫ সুপার মিছুয়া রোমিও'র মামু
২০১৫ নুয়া নুয়া প্রেমরে পুলিশ ইন্সপেক্টর
২০১৫ ইশক তু হি তু ববি ভাই
২০১৫ যিএ যাহা কহু মোর ঢো হজারি শংকর
২০১৪ আমে ত টোকা শন্‌ঢ মার্কা
২০১৪ কিডনাপ
২০১৪ জয় হিন্দ
২০১৪ সিন্দুর বল্লভ রায়
২০১৩ গড়বড় ভাই (মীনকেতন)
২০১৩ টংকা ততে সলাম মীনকেতন
২০১৩ ব্যাচেলর চন্দ্রভানু পট্টনায়ক/ টাইগার
২০১৩ মুঁ দিওয়ানা তো পাইঁ পুলিশ এস আই নীলাচল
২০১৩ হরি ওম হরি জগন্নাথ পট্টনায়ক
২০১৩ হাত ধরি চালুয়া সংগ্রাম
২০১৩ অশোক সম্রাট স্বামিজী
২০১৩ টার্গেট নারু ভাই
২০১৩ দিওয়ানা দিওয়ানি সঞ্জুর বাবা
২০১৩ মাই লাভ স্টোরি প্রশান্ত
২০১৩ নই সেপারি কনক গোরি দুর্জতি সামন্ত রায়
২০১৩ মো দুনিয়া তু হি তু
২০১২ লাভ মাস্টার বিক্রম প্রতাপ
২০১২ চাঁদ না তমে তাঁরা
২০১২ ওম সাই রাম
২০১২ ব্যাড গার্ল
২০১২ রঙ্গিলা টোকা লক্ষীধর প্রধান
২০১২ ইডিয়ট
২০১২ তু মো আরম্ভ তু মো শেষ সুধীর
২০১২ গুডবয় পুলিশ ইন্সপেক্টর মীনকেতন
২০১২ শপথ মহিমা
২০১২ থুকুল পঞ্চমের মামা
২০১১ বালুঙ্গা টোকা চিকুর বাবা
২০১১ মু প্রেমী মু পাগল কলেজের অধ্যক্ষ
২০১১ চোরি চোরি মন চোরি
২০১১ ১৪৩ আই লাভ ইউ রস রঙ্গ পন্ডা
২০১১ হিরো শক্তির বাবা
২০১১ লোফার রেস্তোরা মালিক
২০১১ মোস্ট ওয়ান্টেড বাবু ভাই
২০১০ ওম নমঃ শিবায় নাগ ভুষন মহান্তি
২০১০ দিওয়ানা মোহন মহান্তি (টি.টি.আই)
২০১০ মেঘ সবারিরে আসিব ফেরি শ্মশান জগুয়ালি
২০১০ এই মিলন যুগ যুগর
২০১০ শশুর ঘর জিন্দাবাদ ডম্পুর মামা
২০১০ পহিলি রজ বাদশাহি
২০১০ মু কন এতে খরাপ দিগম্বর মহান্তি
২০১০ আঁখি পলকরে তু বিজু সামন্ত
২০০৯ কেউ দুনিয়ারু আসিল বন্ধু সাপুয়া কেলা
১০০৯ শত্রু সংহার ইন্সপেক্টর সুরেশ গড়নায়ক
২০০৯ আরে সাথি আ রাম
২০০৯ ধিরে ধিরে প্রেম হেলা হাড়ু চম্পত্তি
২০০৮ তো বিনা ভল লাগে না শংকর
২০০৮ বন্দে উকিল জননী বিধায়ক গোপবন্ধু বেহেরা
২০০৮ জিয়ন্তা ভুত ডোম্বো
২০০৭ কালি শংকর মন্টু
২০০৭ চকা চকা ভউঁরি রঘু
২০০৭ ধউলি এক্সপ্রেস মাধাব
২০০৭ নারী নুহেঁ তু নারায়নী
২০০৭ ফেরিয়া মো সুনা ভউনি
২০০৬ রাখি বান্ধিলি মো রখিব মান শম্ভু
২০০৬ তু একা আম সাহা ভরষা বিক্রম
২০০৫ ওম শান্তি ওম দুর্গা প্রসাদ
২০০৩ নারী আখিরে নিয়াঁ
২০০৩ এইঠি স্বর্গ এইঠি নর্ক
২০০৩ মা মঙ্গলা
২০০৩ বিধাতা রঙ্গা
২০০১ পুঅ মোর জগত জিতা ইন্সপেক্টর দুশাসন সাইঁ
১৯৯৯ প্রেম বন্ধন দিলীপ বলিয়ারসিংহ
১৯৯৯ ধর্ম নিকিতি চিল্লা
১৯৯৯ মা ও মমতা মহাজন
১৯৯৮ শহর জুলুছি
১৯৯৮ গঙ্গশিউলি
১৯৯৬ নীল মাস্টেরানী
১৯৯৫ রকত কহিব কিয়ে কাহার মাইকেল
১৯৯৫ মো মন খালি তুমরি পাইঁ লাখুয়া

[]

তথ্যসূত্র

সম্পাদনা