মিশন কাশ্মীর
২০০০ ভারতীয় চলচিত্র
মিশন কাশ্মীর হল বিধু বিনোদ চোপড়া পরিচালিত একটি ভারতীয় অ্যাকশন-থ্রিলার হিন্দি চলচ্চিত্র। এটি ২০০০ সালের অক্টোবর ২৭ তারিখে মুক্তি পায়। ছবিটির প্রধান চরিত্র ভারতের কাশ্মীরের আলতাফ নামের এক তরুণ, যে ছোটবেলায় তার মা বাবার ঘাতক এক পুলিশ অফিসারের কাছেই পালিত হয়। যখন সে তা বুঝতে পারে, সে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। ছবিটি মুক্তির পর সমালোচক ও ব্যাবসায়িক উভয় ক্ষেত্রেই সাফল্য পায়। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত, হৃতিক রোশন, প্রীতি জিন্টা, জ্যাকি শ্রফ, সোনালী কুলকার্নী প্রমুখ।
মিশন কাশ্মীর | |
---|---|
পরিচালক | বিধু বিনোদ চোপড়া |
প্রযোজক | বিধু বিনোদ চোপড়া |
রচয়িতা | বিক্রম চন্দ্র বিধু বিনোদ চোপড়া অভিজাত জোশি সুকেতু মেহতা অতুল তিওয়ারি |
শ্রেষ্ঠাংশে | সঞ্জয় দত্ত হৃতিক রোশন প্রীতি জিন্টা জ্যাকি শ্রফ সোনালী কুলকার্নী |
সুরকার | শঙ্কর-এহসান-লয় |
চিত্রগ্রাহক | বিনোদ প্রধান |
সম্পাদক | রাজকুমার হিরানী |
প্রযোজনা কোম্পানি | বিনোদ চোপড়া প্রডাকশন্স |
পরিবেশক | বিনোদ চোপড়া প্রডাকশন্স ডেস্টিনেশন ফিল্মস |
মুক্তি | ২৭ অক্টোবর, ২০০০ |
স্থিতিকাল | ১৬১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ₹ ৩৭ কোটি ২৫ লক্ষ[১] |
কুশীলব
সম্পাদনা- সঞ্জয় দত্ত - এনায়েত খান
- হৃতিক রোশন - আলতাফ
- প্রীতি জিন্টা - সুফিয়া পারভেজ
- জ্যাকি শ্রফ - হিলাল কোহিস্তানি
- সোনালী কুলকার্নী - নীলিমা খান
- পুরু রাজ কুমার - মালিক উল খান
- অভয় চোপড়া - অভিনাশ মাত্থো
- বীনিত শর্মা - গুরদীপ সিং
- রাজেন্দ্র গুপ্ত - চিফ সেক্রেটারি
- অশোক বানথিয়া - শরাফাত
- মোহসিন মেনন - কিশোর আলতাফ
- হিনা বিশ্বাস - কিশোরী সুফিয়া
- যোগিন সুনী - ইরফান
- রোহিত দুয়া - গুরু
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ মারপিঠ - অ্যালান আমিন
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র - বিধু বিনোদ চোপড়া
- মনোনীত: শ্রেষ্ঠ পরিচালক - বিধু বিনোদ চোপড়া
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা - সঞ্জয় দত্ত
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - সোনালী কুলকার্নী
- মনোনীত: শ্রেষ্ঠ খল অভিনেতা - জ্যাকি শ্রফ
- মনোনীত: শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - বিনোদ প্রধান
- বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - বিনোদ প্রধান
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র - বিধু বিনোদ চোপড়া
- মনোনীত: শ্রেষ্ঠ পরিচালক - বিধু বিনোদ চোপড়া
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা - সঞ্জয় দত্ত
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - সোনালী কুলকার্নী
- মনোনীত: শ্রেষ্ঠ খল অভিনেতা - জ্যাকি শ্রফ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Box office"। ২১ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৩।
বহিঃসংযোগ
সম্পাদনাইন্টারনেট মুভি ডেটাবেজে মিশন কাশ্মীর (ইংরেজি)