মিলড্রেড ডানক
মার্কিন অভিনেত্রী
মিলড্রেড ডরোথি ডানক (ইংরেজি: Mildred Dorothy Dunnock; ২৫ জানুয়ারি ১৯০১ - ৫ জুলাই ১৯৯১)[১] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। অভিনয় শুরুর পূর্বে তিনি একজন শিক্ষক ছিলেন। তিনি দুটি একাডেমি পুরস্কার, একটি এমি পুরস্কার ও তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
মিলড্রেড ডানক | |
---|---|
Mildred Dunnock | |
জন্ম | মিলড্রেড ডরোথি ডানক ২৫ জানুয়ারি ১৯০১ |
মৃত্যু | ৫ জুলাই ১৯৯১ ওক ব্লাফস, ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৯০)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | গ্রাউচার কলেজ |
পেশা | অভিনেত্রী, শিক্ষক |
কর্মজীবন | ১৯৩২-১৯৮৭ |
দাম্পত্য সঙ্গী | কেইথ মারভিন উর্মি (বি. ১৯৩৩; মৃ. ১৯৯১) |
সন্তান | ২ |
ডানক ডেথ অব আ সেলস্ম্যান (১৯৫১) ও বেবি ডল (১৯৫৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২] তিনি ভিভা জাপাতা! (১৯৫৩), বেবি ডল (১৯৫৬) ও পেটন প্লেস (১৯৫৮) ছবিতে অভিনয় করে তিনবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনীত হন। এছাড়া তিনি ডেথ অব আ সেলস্ম্যান (১৯৬৭) টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ফোকার্ট, বার্ট এ. (৯ জুলাই ১৯৯১)। "From the Archives: Mildred Dunnock; Had Role of Wife in 'Death of a Salesman'"। লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮।
- ↑ পেস, এরিক (৭ জুলাই ১৯৯১)। "Mildred Dunnock, 90, Acclaimed As Broadway's First Mrs. Loman"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে মিলড্রেড ডানক সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে মিলড্রেড ডানক (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে মিলড্রেড ডানক (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মিলড্রেড ডানক (ইংরেজি)
- রটেন টম্যাটোসে মিলড্রেড ডানক (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে মিলড্রেড ডানক (ইংরেজি)