মির্জা গালিব (চলচ্চিত্র)
সোহরাব মোদী পরিচালিত ১৯৫৪ সালের ভারতীয় জীবনীমূলক চলচ্চিত্র
মির্জা গালিব হল সোহরাব মোদী পরিচালিত ও প্রযোজিত ভারতীয় হিন্দি ও উর্দু ভাষার জীবনীমূলক চলচ্চিত্র। এটি কবি মির্জা গালিবের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেন ভারত ভূষণ এবং তার প্রেমিকা চরিত্রে অভিনয় করেন সুরাইয়া। চলচ্চিত্রটি ২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সর্ব ভারতের শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রাষ্ট্রপতির স্বর্ণ পদক এবং শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রাষ্ট্রপতির রৌপ্য পদক অর্জন করে। রাষ্ট্রপতি ভবনে এই চলচ্চিত্রের এক বিশেষ প্রদর্শনীর পর সুরাইয়া গাওয়া মির্জা গালিবের গজল এবং তার অভিনয়ের প্রশংসা করে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাকে বলেন, "আপনি গালিবকে ফিরিয়ে এনেছেন।"[২][৩]
মির্জা গালিব | |
---|---|
পরিচালক | সোহরাব মোদী |
প্রযোজক | সোহরাব মোদী |
রচয়িতা | রাজিন্দর সিং বেদী (সংলাপ) |
চিত্রনাট্যকার | জে. কে. নন্দা |
কাহিনিকার | সাদাত হাসান মান্টো |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | গুলাম মোহাম্মদ |
চিত্রগ্রাহক | ভি. অবদূত |
সম্পাদক | ডি. শির্ধঙ্কর পি. বালাচন্দ্রন |
প্রযোজনা কোম্পানি | মিনর্ব মুভিটোন |
পরিবেশক | মিনর্ব মুভিটোন |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি উর্দু |
আয় | ₹ ১.৭ কোটি[১] |
কুশীলব
সম্পাদনা- ভারত ভূষণ - মির্জা গালিব
- সুরাইয়া - মতি বেগম (গালিবের দেওয়া নাম 'চৌধবী')
- নিগার সুলতানা - উমরাও বেগম, গালিবের স্ত্রী
- দুর্গা খোটে - চৌধবীর মাতা
- উলহাস - কোটওয়াল হাশমত খান
- মুরাদ - মুফতি সদরুদ্দিন
- মুকরি - লালা মথুরদাস, ঋণদাতা
- বাজি শর্মা
- ইফতেখার - বাদশাহ
- জিলানি
- কুমকুম - বাঈজি
- গুলাম মহিউদ্দিন
- জেরি
- ইন্দিরা
- রোশন কুমারী
- ইন্দিরা বন্সল
- তানভীর
- শাহ আঘা
- কৃষ্ণা কুমারী
- সাদাত আলি
- জগদীশ শেঠি
বক্স অফিস
সম্পাদনামির্জা গালিবা বক্স অফিসে ১,৭০,০০,০০০ রুপি আয় করে। এটি ১৯৫৪ সালের চতুর্থ শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[১]
পুরস্কার
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|
২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার[৪] | সর্ব ভারতের শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রাষ্ট্রপতির স্বর্ণ পদক | মির্জা গালিব | বিজয়ী |
শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রাষ্ট্রপতির রৌপ্য পদক | |||
ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা (সাদাকালো) | রুশি কে. ব্যাঙ্কার | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Mirza Ghalib (1954 film) among the Top Ten Earners at the Box Office in 1954"। বক্স অফিস ইন্ডিয়া। ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০২০।
- ↑ কপিল, প্রাণ (২০ জুলাই ২০১১)। "Suraiya, the singing star (Mirza Ghalib film)"। দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ৭ মে ২০২০।
- ↑ "Ajab Daastaan (Tribute to actress Suraiya)"। আউটলুক। ৩১ জানুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ৭ মে ২০২০।
- ↑ "2nd National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মির্জা গালিব (ইংরেজি)