মির্জাপুর (টিভি ধারাবাহিক)
মির্জাপুর অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত ভারতীয় মারপিটধর্মী অপরাধমূলক থ্রিলার টেলিভিশন ধারাবাহিক। করণ অংশুমান নির্মিত ধারাবাহিকটির কাহিনি লিখেছেন যৌথভাবে অংশুমান, পুনিত কৃষ্ণ ও বিনীত কৃষ্ণ। অংশুমান গুরমিত সিং ও মিহিত দেসাইয়ের সাথে যৌথভাবে ধারাবাহিকটির প্রথম মৌসুম পরিচালনা করেন এবং গুরমিত ও মিহিত দ্বিতীয় মৌসুম পরিচালনা করেন। এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে ধারাবাহিকটি প্রযোজনা করেন রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার।[১] ইনসাইড এজ ও ব্রিদ এর পর এটি অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত তৃতীয় ভারতীয় মৌলিক ধারাবাহিক।
মির্জাপুর | |
---|---|
ধরন | অপরাধ থ্রিলার মারপিট |
নির্মাতা |
|
পরিচালক |
|
শ্রেষ্ঠাংশে | অভিনয়শিল্পীদল |
সঙ্গীত রচয়িতা | আনন্দ ভাস্কর |
সুরকার | জন স্টুয়ার্ট এডুরি |
দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ২ |
পর্বের সংখ্যা | ১৯ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | রিতেশ সিধওয়ানি ফারহান আখতার ভৌমিক সৌন্দলিয়া |
চিত্রগ্রাহক | সঞ্জয় কাপুর |
সম্পাদক | মনন মেহতা অংশুল গুপ্ত |
স্থিতিকাল | ৩৮-৬৫ মিনিট |
নির্মাণ প্রতিষ্ঠান | এক্সেল এন্টারটেইনমেন্ট |
মুক্তি | |
নেটওয়ার্ক | অ্যামাজন প্রাইম ভিডিও |
মুক্তি | ১৬ নভেম্বর ২০১৮ |
ধারাবাহিকটির গল্প কালিন ভাইয়া নামে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের মির্জাপুরের মাফিয়া ডন ও প্রবাদপ্রতিম শাসক অখণ্ডনান্দ ত্রিপাঠির ক্ষমতা নিয়ে আবর্তিত।[২] ধারাবাহিকটির প্রথম মৌসুমে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন পঙ্কজ ত্রিপাঠি, শ্বেতা ত্রিপাঠি, দিব্যেন্দু শর্মা, আলি ফজল, বিক্রান্ত ম্যাসি, শ্রিয়া পিলগাঁওকর, রসিকা দুগ্গল, হর্ষিতা গৌর ও কুলভূষণ খরবন্দা,[৩] এবং দ্বিতীয় মৌসুমে মাসে ও পিলগাঁওকর ব্যতীত বাকিরা রয়ে যায় এবং বিজয় বর্মা, ইশা তালওয়ার, লিলিপুট, আনজুম শর্মা, প্রিয়াংশু পাইনিয়ুলি, অনংশ বিশ্বাস ও নেহা সরগম প্রধান অভিনয়শিল্পীদলে যোগ দেন।
ধারাবাহিকটির অধিকাংশই উত্তরপ্রদেশের মির্জাপুরে চিত্রায়িত হয়, এবং অন্যান্য স্থানের মধ্যে জৌনপুর, আজমগড়, গাজীপুর, লখনউ, রেবরেলি, গোরখপুর, ও বাণারসী উল্লেখযোগ্য। সঞ্জয় কাপুর চিত্রগ্রণের দায়িত্ব পালন করেন এবং মনন মেহতা ও অংশুল গুপ্ত সম্পাদনার দায়িত্ব পালন করেন। জন স্টুয়ার্ট এডুরি ধারাবাহিকটির আবহসঙ্গীতের সুরায়োজন করেন।
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাঅখণ্ডনান্দ ত্রিপাঠি ওরফে কালিন ভাইয়া কোটিপতি কার্পেট ব্যবসায়ী ও মির্জাপুরের মাফিয়া ডন। তার ছেলে মুন্না অযোগ্য, ক্ষমতালিপ্সু উত্তরাধিকারী যে তার পিতার উত্তরাধিকার লাভের জন্য যে কোন কিছু করতে পারে। এক বরযাত্রায় সে গুলি করে বরকে খুন করলে তাকে আইনজীবী রামকান্ত পণ্ডিত ও তার দুই ছেলে গুড্ডু ও বাবলুর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। কালিন ভাইয়ার তৎপরতায় গুড্ডু ও বাবলুর সাথে মুন্নার দ্বন্দ্বের সাময়িক অবসান হলেও পরবর্তীকালে তা বৃহৎ আকারে দাঁড়ায় যা একাধিক পক্ষের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতার লড়াইয়ে পরিণত হয়।
অভিনয়শিল্পীদল
সম্পাদনাএক নজরে
সম্পাদনাচরিত্র | অভিনয়শিল্পী | |||
---|---|---|---|---|
১ম মৌসুম (২০১৮) |
২য় মৌসুম (২০২০) |
৩য় মৌসুম (২০২১) | ||
বিনয় "বাবলু" পণ্ডিত | বিক্রান্ত ম্যাসি | প্রধান | কণ্ঠ | |
গোবিন্দ "গুড্ডু" পণ্ডিত | আলি ফজল | প্রধান | ||
অখণ্ডানন্দ ত্রিপাঠি / কালিন ভাইয়া | পঙ্কজ ত্রিপাঠি | প্রধান | ||
ফুলচন্দ অখণ্ডানন্দ "মুন্না" ত্রিপাঠি | দিব্যেন্দু শর্মা | প্রধান | ||
বীনা ত্রিপাঠি | রসিকা দুগ্গল | প্রধান | ||
গজগামিনী "গোলু" গুপ্তা | শ্বেতা ত্রিপাঠি শর্মা | প্রধান | ||
সত্যানন্দ ত্রিপাঠি / বাউজি | কুলভূষণ খরবন্দা | প্রধান | ||
স্বরাগিনী "সুইটি" পণ্ডিত/গুপ্ত | শ্রিয়া পিলগাঁওকর | প্রধান | ক্ষণিক | |
দেবদত্ত "দাদা" ত্যাগী | লিলিপুট | প্রধান | ||
ভারত ত্যাগী / শত্রুঘ্ন ত্যাগী | বিজয় বর্মা | প্রধান | ||
মাধুরী যাদব ত্রিপাঠি | ইশা তালওয়ার | প্রধান | ||
সুধা সত্যানন্দ ত্রিপাঠি | ফরিদা জালাল | প্রধান | ||
নীলম সত্যানন্দ ত্রিপাঠি | বিবনা সিং | প্রধান |
পর্ব
সম্পাদনামৌসুম | পর্ব | মূল সম্প্রচার | |||
---|---|---|---|---|---|
১ | ৯ | ১৬ নভেম্বর ২০১৮ | |||
২ | ১০ | ২৩ অক্টোবর ২০২০ | |||
৩ | ১১ | TBA |
১ম মৌসুম
সম্পাদনানং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল মুক্তির তারিখ |
---|---|---|---|---|
১ | "ঝান্ডু" | করণ অংশুমান ও গুরমিত সিং | পুনিত কৃষ্ণ, বিনীত কৃষ্ণ ও করণ অংশুমান | ১৬ নভেম্বর ২০১৮ |
২ | "গুড়া" | গুরমিত সিং ও মিহির দেসাই | পুনিত কৃষ্ণ, বিনীত কৃষ্ণ ও করণ অংশুমান | ১৬ নভেম্বর ২০১৮ |
৩ | "ওয়াফাদার" | গুরমিত সিং | পুনিত কৃষ্ণ, বিনীত কৃষ্ণ ও করণ অংশুমান | ১৬ নভেম্বর ২০১৮ |
৪ | "ভার্জিনিটি" | গুরমিত সিং ও করণ অংশুমান | পুনিত কৃষ্ণ, বিনীত কৃষ্ণ ও করণ অংশুমান | ১৬ নভেম্বর ২০১৮ |
৫ | "বওকাল" | করণ অংশুমান ও মিহির দেসাই | পুনিত কৃষ্ণ, বিনীত কৃষ্ণ ও করণ অংশুমান | ১৬ নভেম্বর ২০১৮ |
৬ | "বরফি বরাগিয়ারি" | গুরমিত সিং ও মিহির দেসাই | পুনিত কৃষ্ণ, বিনীত কৃষ্ণ ও করণ অংশুমান | ১৬ নভেম্বর ২০১৮ |
৭ | "লায়ন্স অব মির্জাপুর" | গুরমিত সিং ও করণ অংশুমান | পুনিত কৃষ্ণ, বিনীত কৃষ্ণ ও করণ অংশুমান | ১৬ নভেম্বর ২০১৮ |
৮ | "তাণ্ডব" | গুরমিত সিং | পুনিত কৃষ্ণ, বিনীত কৃষ্ণ ও করণ অংশুমান | ১৬ নভেম্বর ২০১৮ |
৯ | "যোগ্য" | গুরমিত সিং | পুনিত কৃষ্ণ, বিনীত কৃষ্ণ ও করণ অংশুমান | ১৬ নভেম্বর ২০১৮ |
২য় মৌসুম
সম্পাদনানং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল মুক্তির তারিখ |
---|---|---|---|---|
১ | "ঢেনকুল" | গুরমিত সিং ও মিহির দেসাই | পুনিত কৃষ্ণ ও বিনীত কৃষ্ণ | ২৩ অক্টোবর ২০২০ |
২ | "খরগোশ" | গুরমিত সিং | পুনিত কৃষ্ণ ও বিনীত কৃষ্ণ | ২৩ অক্টোবর ২০২০ |
৩ | "বিকলাঙ্গ কোটা" | মিহির দেসাই | পুনিত কৃষ্ণ ও বিনীত কৃষ্ণ | ২৩ অক্টোবর ২০২০ |
৪ | "ভয়মুক্ত" | গুরমিত সিং | পুনিত কৃষ্ণ ও বিনীত কৃষ্ণ | ২৩ অক্টোবর ২০২০ |
৫ | "ল্যাংড়া" | মিহির দেসাই | পুনিত কৃষ্ণ ও বিনীত কৃষ্ণ | ২৩ অক্টোবর ২০২০ |
৬ | "অঙ্কুশ" | গুরমিত সিং | পুনিত কৃষ্ণ ও বিনীত কৃষ্ণ | ২৩ অক্টোবর ২০২০ |
৭ | "উদ বিলাব" | গুরমিত সিং | পুনিত কৃষ্ণ ও বিনীত কৃষ্ণ | ২৩ অক্টোবর ২০২০ |
৮ | "চৌচক" | মিহির দেসাই | পুনিত কৃষ্ণ ও বিনীত কৃষ্ণ | ২৩ অক্টোবর ২০২০ |
৯ | "বাটারস্কচ" | মিহির দেসাই | পুনিত কৃষ্ণ ও বিনীত কৃষ্ণ | ২৩ অক্টোবর ২০২০ |
১০ | "কিং অব মির্জাপুর" | গুরমিত সিং | পুনিত কৃষ্ণ ও বিনীত কৃষ্ণ | ২৩ অক্টোবর ২০২০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Move over Sacred Games, Mirzapur memes are now the rage"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "Decoding the women of Mirzapur: Why Vashudha, Golu and Beena stand out in the web series" (ইংরেজি ভাষায়)। ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "Pankaj Tripathi debuts on Instagram with Mirzapur 2 teaser: Internet welcomes Kaleen Bhaiya" (ইংরেজি ভাষায়)। ইন্ডিয়া টুডে। ১৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মির্জাপুর (ইংরেজি)