মিথুন (জ্যোতিষশাস্ত্র)
রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রের প্রতীক
(মিথুন রাশি (জ্যোতিষ শাস্ত্র) থেকে পুনর্নির্দেশিত)
মিথুন (♊)[২] হল রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রের প্রতীক যার উদ্ভব মিথুন তারকামণ্ডল থেকে। গ্রীষ্মমণ্ডলীয় রাশিচক্র অধীনে, ২১শে মে থেকে ২১শে জুনের মধ্যে সূর্য প্রতীক পরিক্রম করে। মিথুনরাশি প্রতীক ডায়াসকিউরির উপর ভিত্তি করে।[৩] মিথুন রাশিতে জন্ম নেয়া ব্যক্তিদের জ্যোতিষ শাস্ত্র মতে মিথুন রাশির জাতক বলা হয়ে থাকে।
মিথুন | |
---|---|
রাশির প্রতীক | যমজ |
সময়কাল (গ্রীষ্মমণ্ডলীয়, পাশ্চাত্ত্য) | মে ২০ – জুন ২১ (২০২৫, ইউটি১)[১] |
তারামণ্ডল | মিথুন |
রাশির উপাদান | বায়ু |
রাশির গুণ | পরিবর্তনশীল |
বাসস্থান | বুধ |
ক্ষতি | বৃহস্পতি |
পদমর্যাদা | সেরেস, উত্তর সংযোগস্থল |
পতন | নেপচুন (সন্দেহজনক), দক্ষিণ সংযোগস্থল |
গ্যালারি
সম্পাদনা-
মধ্যযুগীয় ১২শ-শতাব্দীর জর্জিয়ার জ্যোতির্বিদ্যাসংক্রান্ত গ্রন্থের একটি পান্ডুলিপি
-
১৩শ-শতাব্দীর জার্মানি থেকে একটি বেদি কাপড় থেকে অলঙ্করণ। দুটি কুকুরের মাথা অঙ্কিত।
-
১৪/১৫তম শতাব্দীর আরবী জ্যোতিষশাস্ত্র গ্রন্থের "বিস্ময়ের বইয়ে" (বুক অফ ওয়ান্ডারস) মিথুন (আল-গাউজ) চিত্র।
-
১৬০২ সালে উইলিম বেলু, দ্বারা মিথুন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ জ্যোতির্বিদ্যা আবেদন বিভাগ ২০১১।
- ↑ ইউনিকোড কনসোর্টিয়াম ২০১৫।
- ↑ "DIOSCURI : Greek Gods of Horsemanship, Protectors of Sailors | Mythology, Dioskouroi, w/ pictures"। Theoi.com। সংগ্রহের তারিখ ৩১-১২-২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে মিথুন (জ্যোতিষশাস্ত্র) সংক্রান্ত মিডিয়া রয়েছে।